নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আজ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি।
ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে এই উতসব পালন করা হয়। এটি কৃষ্ণাষ্টমী নামেও পরিচিতি।
দেবকী আর বাসুদেবের অষ্টম সন্তান শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের দু:শাসন থেকে মানুষকে উদ্ধার করবার জন্য।সু শাসন তথা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। তার হতে কংসের ধংস একথা জানতে পেরে জন্মের পরে্ই তাকে কংশ হত্যা করবে। তাই বাসুদেব তাকে রেখে এলেন গোকুলে নন্দ বাবা আর মা যশোদার কাছে।
তাইতো দৈব বানী আছে,” তোমাকে(কংসকে) বধিবে যে, গোকুলে বাড়িছে সে।”
দ্বাপর যুগের অবতার শ্রী কৃষ্ণ মহাভারতে পান্ডব আর কৌরবদের যুদ্ধে অর্জুনের রথের সারথী হয়ে সখা হয়ে প্রমাণ করেছেন যে, তিনি যুগে যুগে অধর্ম থেকে ধর্মকে রক্ষা করতে আর দুষ্টের দমন শিষ্টের পালন করতে আবির্ভূত হন।তিনি ভক্তের পরম বন্ধু।
আজ ভক্তবৃন্দ মধ্যরাত পর্যন্ত উপবাস থেকে আরাধঘনা করবেন।মন্দিরে মন্দিরে আজ চলবে পুজা , গীতা পাঠ।
বাংলাদেশে আজ সাধারণ ছুটির দিন। সকলের জন্য রইলো জন্মাষ্টমীর শুভেচ্ছা।ভগবান শ্রী কৃষ্ণ সকলের সখা হোন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকেও দাদা
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
বাড্ডা ঢাকা বলেছেন: শুভ জন্মাষ্টমী
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
আরণ্যক রাখাল বলেছেন: শুভ জন্মাষ্টমী
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
এই আমি রবীন বলেছেন: জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা সবাইকে!! শুভ জন্মাষ্টমী !!!
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
সুমন কর বলেছেন: শুভ জন্মাষ্টমী !!
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জন্মাষ্টমির শুভেচ্ছা ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬
মঞ্জু রানী সরকার বলেছেন: সকলের জন্য আবারও শুভেচ্ছা রইলো
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
প্রামানিক বলেছেন: আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুদি।