নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
কে কি ভাবে বিষয়টা নিয়েছেন, জানিনা তবে আমি বিষয়টি কে স্বাভাবিক ভাবে নিলেও মনের কষ্ট এড়াতে পারছি না।
বলছিলাম, গতকালের দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদের দায়িত্বহিনতা নিয়ে দৈনিক প্রথম আলো বাংলাদেশের প্রথম শ্রেনীর প্রকাশিত পত্রিকা। তাদের দায়িত্ব শীলতা হবে আকাশচুম্বী। আর পেশাগত দক্ষতা হবে ঈর্ষনীয়।
২টি বিষয়ই এখানে অবহেলিত হয়েছে।জানি সংবাদটি কপি পেস্ট করা হয়েছে। কবে কে একখানা নিবন্ধ লিখেছিলেন তাই কপি পেস্ট করে করে চলছে। এটি নতুন করে লেখার কোন তাগিদ তারা অনুভব করেন নি।
এখানে বিষয় ২টি খুবই স্পর্শকাতর। এক হলো প্রেসিডেন্ট এটা হলো রাষ্ট্রীয় অপরাধ( সহজ চোখে দেখলে কিছুই না) দুই হলো এটা ধর্মীয় উতসবে সেই সম্প্রদায়কে শুভেচ্ছা জানানো। যেটা তে অবজ্ঞা বলে পরিগনিত হয়।
এখানে যে সাংবাদিক নিউজটা করেছেন তিনি যেন তেন প্রকারে তার কর্তব্য শেষ করেছেন আর সম্পাদক তার দায়িত্বে অবহেলা করেছেন। যা দৈনিক প্রথম আলোর কাছে প্রত্যাশিত নয়। এত করে সংবাদ পত্রের মান নিয়ে প্রশ্ন ওঠে তেমনই প্রশ্ন কিন্তু থেকে যায় প্রকাশিত সেই সংবাদের গুরুত্ব নিয়ে।
আমরা আশা করবো ভবি্যেতে এরকমটি আর হবে না।আমরা সেই সুন্দর দিনের অপেক্ষায় থাকলাম, যে দিন টি সংবাদ পত্রের সংবাদের উপর আমরা আস্থা রাখতে পারি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
মঞ্জু রানী সরকার বলেছেন: জানি সংবাদটি কপি পেস্ট করা হয়েছে। কবে কে একখানা নিবন্ধ লিখেছিলেন তাই কপি পেস্ট করে করে চলছে। এটি নতুন করে লেখার কোন তাগিদ তারা অনুভব করেন নি।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
মাঘের নীল আকাশ বলেছেন: কয়েক বছর আগের নিউজ কপি পেস্ট মাইরা দিসে দিদি..