নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
সেই শরতেও এমন বরষন ছিল
ছিল এমন কালো মেঘ আর সাদা
জ্যোছনার লুকোচুরি।
দেখলাম রাতের ফোঁটা শিউলী তুমি
নুইয়ে আছ বর্জ্যের নর্দমাতে
আমি উন্মাদ হলাম, উল্লাস করলাম
কুড়িয়ে নিলাম তোমায় নীলাম্বরীর আঁচলে।
শিউলী, জুঁই না চামেলী নাগো কামিনি
তাও না, সেতো হলো কালের্ বন্ধনে বাঁধা
তুমি তো আমার সকল যুগের রাধা,
তাই তো তুমি হলে ফুলমণি
সুবাস ছড়াবে সকল দিবস যামিনি।।
গোলাপী গাত্র তোমার, তুমি নীলাক্ষী,
যাবে কি নীল সাগরের দেশে?
চললো জাহাজ সাগর জলে
উড়লো পাখা আকাশ তলে,
রইলে তুমি ফুলের বনে হয়ে ফুলমণি।।
তোমার অঙ্গে কি অষ্টাদশীর ছোঁয়া?
তোমার গোলাপী চুম্বন কি লজ্জায় লাল
তোমার নীলাক্ষী কি নীল সাগরের পাল তুলেছে?
জানতে যে চায় আজ এই দেহ মন
কেমন আছ ফুলমণি? আমার ফুল সোনা?
©somewhere in net ltd.