নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
বেতন কি ভাবে বাড়াতে হয়, কখন বাড়াতে হয় কেনই বা বাড়াতে হয় এগুলো আমি কিছুই জানি না। শুধু এটুকু জানি, মায়ের কাছ থেকে যে, আয় বুঝে ব্যয় কর,পরে যখন পড়ার জগতে এলাম তখন এর ইংরেজীও শিখলাম যে,cut your coat according to your cloth। এখন আর আয় বুঝে ব্যয় করতে হবে না।
এখন ব্যয় বুঝে আয় করতে হবে। উচ্চ মহলের একটা যুক্তি যে এতে ঘুষের পরিমান কমবে। কারন সরকার তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেতন দিচ্ছেন। তাহলে সুধী জন এটা স্বীকার করে নিলেন যে সরকারী কর্মচারী রা ঘুষ নেয়। নিংসন্দেহে এর টাকার অংকের পরিমান বেড়ে যাবে। বেড়ে যাবে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। বাড়বে বাড়ী ভাড়া, আর পরিবহন তো আগে থেকেই বেড়েছে আবার হয়তো নতুন করে বাড়বে।
ধরা যাক সরকারী কর্মচারী ১৩ ,০০,০০০।এর সংগে নিভরশীল সদস্য সংখ্যা প্রতি কর্মচারীর ৫ জন তাহলে ৬৫,০০,০০০ আর ২টি করে পরিবারের ২ জন করে সদস্য যদি পরোক্ষ উপকাকার ভোগী হয় তাহলে ২,৬০,০০,০০০ লোক এর সুবিধা ভোগ করবে। আর বাকী প্রায় ১৪,০০,০০,০০০ লোক কি করবে?
সরকার তার কর্মচারীর বেতন কম হবে বলেই তাদের জন্য সরকারী হাসপাতাল, আবাসন, ছেলেমেয়েদের জন্য স্কুল কম খরচে করেছেন। যদিও তারা এখন এর সুবিধা নেন না।এরা এখন শিল্প পতিদের সংগে তাল মিলিযে চলে (দু:খিত আমি সবাইকে বলছি না)। যাদেরকে বলছি তারা সংখ্যায় খুব কম। তবে সরকারের প্রভাশালী কর্মচারী্। সরকারকি শুধু তাদের জীবন যাত্রার মান আমালে এনছেন?
এর পরে আছে সরকারী ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস, শিক্ষকদের প্রাইভেট পড়ানো, বেসরকারী মেডিক্যাল কলেজ আর বিশ্ববিদ্যালয় গুলোতে খ্যাপ মারা, এনজিও তে কনসালটেন্সী করা।আর উপরি আয় তো থেকেই যাচ্ছে।
তাহলে বাকী যে প্রায় ১৪,০০,০০,০০০ লোক এর খেসারত দেবে তারা কি পাবে?এর ফলে যে, শিক্ষা চিকিতসা, আবাসন, পরিবহন, সেবা খাত সমূহ সব যে হারে বাড়বে সেই হারে কি বেসরকারী চাকুরেরা সুযোগ লাভ করবে? সুযোগ পাবে যারা মুটে, দোকান শ্রমিক এরা? এর কি কোন যথাযথ সার্ভে হয়েছে?
এবার আসা যাক বৈশাখী ভাতা। এটা একটা সম্পূর্ণ নতুন সংযোজন। এটা কি বেসরকারী পর্যায়ে আলোচনা করা হয়েছে? তারা যদি না দিতে পারেন, এনজিওগুলো তে যদি ডোনার রা পাশ না করে তবে তারা কি করে বাঙালী থাকবে? এটা কি আর সার্বজনীণ উতসব থাকবে?
না সরকারী কর্মচারীরা একাই ইলিশ মাছ খাবেন। যদিও এই ইলিশ মাছ খাওয়ার সংগে বাঙালীর কোন ইতিহাস বা ঐতিহ্য জড়িয়ে নেই। তা হলে কি সরকার এখানে অতি বাঙালী পনা দেখিয়েছেন?
যে হারে বেতন বেড়েছে সেই হারে যদি সব কিছু বাড়ে তা হলে না হয় সরকারী কর্মচারীরা সামাল দেবেন। আমরা কি করবো? আর আমরা কত শতাংশ বাড়িয়ে ভিক্ষুকের ভিক্ষা দেব?
©somewhere in net ltd.