নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের ক্লাশ

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো বছরে কত দিন সচল থাকে তার মানে স্বাভাবিক ক্লাশ চলে? বছরের শুরুতে যদি ইভেন্টগওলো দিয়ে দেওয়া যেত , তাহলে দেখা যেত একজন ছাত্র ভর্তি হয়েই অন্য ব্যবসা বানিজ্যে মনোনিবেশ করতে পারে।হয়ও তাই তবে তা পূর্ব প্রস্তুতি ছাড়া। আর নোটিশ থাকলে মানসিক প্রস্তুতিটা থাকে।
এখন দেখা যাক কি কি কারনে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকতে পারে।

১) সাপ্তাহিক ছুটি
২)সরকার ঘোষিত সাধারন ছুটি
৩)২ টা ঈদ
৪) ১টা পূজো
৫) গ্রীষ্মকালীন ছুটি
৬) শীতকালীন ছুটি
৭) ছাত্রদের হল দখল, টেন্ডার বাজী নিয়ে বন্ধ ঘোষনা
৮) ছাত্র কর্তক ছাত্রী ধর্ষনের প্রতিবাদে ক্লাশ বর্জন
৯) ভিসির পদত্যাগের জন্য শিক্ষকদের আন্দোলন
১০) সেইটা নিয়ে আবারও আন্দোলন
১১) বেতন ভাতার দাবীতে ছাত্রশিক্ষক আন্দোলন
১২) শিক্ষক কতৃক ছাত্রী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আন্দোলন
১৩। ইত্যাদি আরও আরও আন্দোলন

আমি অংকের ছাত্রী না। যারা এই বিদ্যায় পারদর্শী তারা দয়া করে হিসাব করে একটু বলবেন কি যদি নো ওয়ার্ক নো পে হোত তবে একজন শিক্ষক বছরে কতদিনের বেতন পেতেন?

আর একজন ছাত্র তার বছরে কতদিন ক্লাশে যাওয়া লাগবে তার একটা বর্ষপজ্ঞী বছরের প্রথমেই করে ফেলতে পারতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.