নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
ভোর বেলাতে হালকা বৃষ্টির তোড়ে ঘুমটা এলো গভীর ভাবে।আজ প্রায় এক সপ্তাহ মানসের চোখে ঘুম নেই। একটাই চিন্তা ছিল এত গুলো টাকা দিয়ে চুক্তি হলো কিন্তু রেজাল্টে তার নামটা থাকবেতো? থাকলেও কোন মেডিকেলে থাকবে ?
এইসব টেনশনে একরকম বিনিদ্র রজনী পার করেছে তার পরিবার। যাক ফলাফলে ময়মনসিংহ মেডিকেলে আছে। যদিও তাদের আব্দার ছিল ঢাকা মেডিকেল কলেজ। এইচ এস সির চুক্তি তো ঠিক হয়েছিল। এ+ হয়েছে।
ভোরের ঘুমে সে শুনতে পায় ভ্যানওয়ালার সব্জি বেচার সুর। এই লাল শাক, কচু শাক, কলমি শাক, কুমড়ো শাক, লাউ শাক। সবই টাটকা এবং সস্তা। আরো পাবেন ভাই মেডেকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। এক কেজি শাক নিলে একটা প্রশ্নপত্রের সেট ফ্রি। আছেন ভাই কেউ পরীক্ষার্থী?
ঘুম ভেংগে গেল মানসের। কি দেখছে সে, কি শুনছে। তার তো পরীক্ষা শেষ। ফলও এসেছে মোবাইলে। সে আবার ঘুমিয়ে পড়লো।
মানস তাড়াতাড়ি এ্যাপ্রনটা গায়ে চাপিয়ে নিয়ে অফিস ব্যাগে তাড়াতাড়ি প্যারসিটামলের প্যাকেটগুলো নিয়ে বাই সাইকেলে চেপে বসলো। একটা বড় এ্যাপার্টমেন্টর ভিতরে ঢুকে প্রতি ফ্লাটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে। কেউই বেড়িয়ে আসলে বলছে, গুড মর্নিং। আমি ডা: মানস। আপনাদের কারও কি প্যারানিটামল লাগবে? শরতে বর্ষা তো? এখন জ্বর আসতে পারে। তাই প্যারাসিটামল রাখেন।
এর পরই তার ঘুম আবার ভেংগে গেল। কি হবে তার? সে কি আর ঘুমাতে পারবে?
©somewhere in net ltd.