নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
একদিন সব পাখীই উড়ে যায় আকাশে
একদিন সব খাঁচায় শুণ্য পড়ে থাকে
দোল খায় বাতাসে।
একদিন সব ফুলই ঝরে যায় মাটিতে
একদিন সব বৃন্তই একা হয়, শুন্য হয়,
চেয়ে রয় সকাসে।।
একদিন সব উজানেই ভাটি আসে
পড়ে থাকে শুন্য নাও, ভরা নদীর
পলি জমা দাগ নিয়ে।।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
মঞ্জু রানী সরকার বলেছেন: খুবই মূল্যবান মন্তব্য। ধন্যবাদ আপনাকে।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ !
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর কাব্য । এই নিন আমার কাব্যকমেন্ট -
একদিন সব পাখিই সুপ্ত ছিল, ছিল আঁধারের গহীনে
ছিল তারা আসমানের উর্দ্ধে, মাধ্যাকর্ষণেরও বহু আগে,
অবশেষে সবাই এসেছিল অবুঝ হয়ে ।
তাই নিয়ত ঝরে গেছে অনেকেই । যাবে নিঃশেষ হয়ে ।