নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
ক্যাপসিমকামের বড়া:
উপকরণ: একটা বড় আকারের ক্যাপসিকাম, পরিমান মতো বেশম, একটু চালের গুড়া(বেশমের চার ভাগের এক ভাগ), লবন হলুদ, ভাজার জন্য সোয়াবিন তৈল।
প্রণালী: ক্যাপসিকামটি ধুয়ে বোটা ফেলে লম্বা করে ৬ ফালি করে নিন। একটা বাটিতে বেশম, চালের গুড়া লবন, হলুদ দিয়ে ব্যাটার তৈরী করে নিন। এবারে ডুবো তৈলে বেগুনীর মতো ভেজে তুলুন। চা অথবা গরম ভাতের সাথে পরিবেশন করুন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬
মঞ্জু রানী সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ