নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
নারী ক্রিকেট দলের সালমাকে অবশ্যই নম্মান করি। গর্বও করি। কিন্তু গতকাল থেকে তাকে নিয়ে সামাজিক নেটে যে লেখালেখি চলছে, তাও দোষের নয়। কারন সেলিব্রেটিদের সব কিছুই আমরা অনুসরন করার চেষ্টা করি।
সালমা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কাজটি ভালো করেনি। কারন সে সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তার চাল চলন কথা বার্তায় উঠে আসবে বাংলাদেশ। এখানে কে সালমা? আমরা দেখবো তার ভিতর দিয়ে বাংলাদেশকে।
একজন একাধিক ভাষা জানাটা অবশ্যই তার দক্ষতার
রি বিষয়। তা বলে তাকে দেশ কাল পাত্র বিবেচনা করতে হবে। বাইরে গেলে আমরা ইংরেজী না পারলে মাতৃভাষায় কথা বলবো। বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? মাতুভাষা বললে আরো মর্যাদা বাড়তো।
তবে সালমা সম্পর্কে কিছু আপত্তিকর কু মন্তব্য আসছে। এগুলো ঠিক না। আমরা সমালোচনা করবো তবে তা হবে রুচি সম্মত। ভাষাগত মাধুর্য তাতে থাকবে। এবং তা থেকে ভবিষ্যত প্রজন্ম যেন বিষয়টি নিয়ে তর্কের সুযোগ না পায় সেদিকে নজর থাকতে হবে। আমরা ভাষা হিসাবে উর্দুকে মর্যাদা দিলেও একটু বাকা নজর থেকেই যাবে কারন এই ভাষাই একদিন আমাদের ডোমিনেট করতে চেয়েছিল। এবং এজন্য আমরা রক্ত দিয়েছি। আজও পৃথিবীতে বাঙালী এক মাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং সেটা হলো এই উর্দু ভাষাকে তাড়াবার জন্যই।
যা হোক বিষয়টির পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে আসবে। অন্য ভাষা হলে অন্য কথা । কিন্তু বিষয়টি যখন উর্দু ভাষা তখন সমালোচনা হবেই এবং সকলের মত এক হবে না। তবে আমার বিশ্লেষন একটু অন্য দিক থেকে।
আমার জন্ম ১৯৬৬সালে। বাড়ীতে যখন পড়া শুরু করেছিলাম তখন বই এ জিন্নাহ সাহেবের ছবি ছিল। আমার ছোট বোন তাকে বিয়ে করবে বলেও বলেছিল।তারপরে ১৯৭১ সালে স্বাধীনতার পরে যখন স্কুলে ভর্তি হলাম তখন বই তে পেলাম বঙ্গবন্ধুর ছবি। আর যুদ্ধের ইতিহাস তো জেনেছি, কিছুটা দেখেছি যদিও খুবই ছোট তখন।
তারপর থেকে বাংলাদেশের মাটিতে উর্দু ভাষার কবর হলো্। কেউ উর্দু বলতোও না। আমরা তো কানে কখনও শুনিনি। কারণ তখন আমাদের অতি আদরের বাংলা ভাষা আমাদরে। আমারা উচ্চস্বরে তা বলতে শুরু করেছি। সম্ভবত: আমাদের জেনারেশন হতেই উরর্দু ভাষার ইতি হয়েছে। তাই এই ভাষা শেখার গুরুত্বও আসে নি।
সালমার বয়স ২৫ প্রায়। জন্ম ১৯৯০। সে কি করে এই ভাষা রপ্ত করলো এবং কেন তার ভিতরে এই ভাষা প্রেম জন্মালো? এক কথায় তো উর্দু ভাষা এখানে শেষ হয়ে গেছে। তার বয়সে এই মাটিতে এভাষার চাষ বন্ধ হয়ে গেছে। এদিক ও দিক না তাকিয়ে বা অ কথা কুথা না বলে বিষয়টি আমাদের খতিয়ে দেখা দরকার না?
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
মঞ্জু রানী সরকার বলেছেন: হ্দিী শিবলেও ক্ষতি নে্ি উর্দু। শিখলেও ক্ষতি নেই। এটা হরো যোগ্যতা এবং দক্ষতার বিষয়। আমার মেয়েরা তো বাংলা ইংরেজী হিন্দী উর্দ ৃ, নেপালী, ভুটানী, তিবিতান অসমিয়া, পাজ্ঞাবী জানে। এখন চীনা শিখছে। এর মধ্যে বাংলা ইংরেজী নেপালী, হিন্দী, উদৃু তারা বলতে, পড়তে এবং লিখতে পারে। আমি কেবল বাংলা জাুনি। ইংরেজী সামান্র্যু। আমরা ভাষা হিসাবে উর্দুকে মর্যাদা দিলেও একটু বাকা নজর থেকেই যাবে কারন এই ভাষাই একদিন আমাদের ডোমিনেট করতে চেয়েছিল। এবং এজন্য আমরা রক্ত দিয়েছি। আজও পৃথিবীতে বাঙালী এক মাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং সেটা হলো এই উর্দু ভাষাকে তাড়াবার জন্যই।িন্দহিন্দ। আমরা ভাষা হিসাবে উর্দুকে মর্যাদা দিলেও একটু বাকা নজর থেকেই যাবে কারন এই ভাষাই একদিন আমাদের ডোমিনেট করতে চেয়েছিল। এবং এজন্য আমরা রক্ত দিয়েছি। আজও পৃথিবীতে বাঙালী এক মাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং সেটা হলো এই উর্দু ভাষাকে তাড়াবার জন্যই। এর জন্য প্রয়োগটা হতে হতো দেশ কাল পাত্র বিবেচনা করে কারন সেতা সালমা।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪
ঢাকাবাসী বলেছেন: বহু ভাষা জানা একটা যোগ্যতা আর দক্ষতা। ফ্রন্চ ওপেনে খেলতে গিয়ে স্প্যানিশ ভাষার লোক ফ্রেন্চে কথা বলে তা বলে তার জাত যায়না! উর্দু বললেই খারাপ! আজিব তো!! আমাদের দেশপ্রেম আর ভাবমুর্তি জিনিসটা বড়ই ভঙ্গুর --- কাঁচা!
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১
মঞ্জু রানী সরকার বলেছেন: তাকে তো আমি মোটেও দোষারোপ করিনি। বরং উতস সন্ধান করতে বলেছি
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯
শামস 8929 বলেছেন: লেখককে বলছি-- সালমা কি বাংলাদেশে বা বিশ্বের অন্য কোন দেশে উর্দুতে কথা বলেছে বা বক্তব্য দিয়েছে শুনেছেন। পাকিস্তান গেছে এবং খেলেছে। খেলাগুলো কোথাও সরাসরিও দেখিনি, তাই পাকিস্তানের লোকল আয়োজনে অশিক্ষিত পাকিস্তানীদের বুঝানোর জন্য উর্দুতে বলেছে তো পাপ কি দেখলেন। সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কিছু না কিছু সবসময় বলতেই হবে নইলে এইসব যে মাকাল ফল সবাই চিনে ফেলবে। আরে ভাই পারেন তো নিজ উদ্যেগে দুই বিদেশী হত্যাকারীদের বের করেন--- খামাকা যা ইচ্ছে তা নিয়ে কথা বলবেন না।।।
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২
মঞ্জু রানী সরকার বলেছেন: ভাই ভাখামোখাআমার উপরা এত রাগলেন কেন? আমি নিজে হিন্দী বুঝিও না্ বলতেও পারি না। আর যা ইচ্ছা তাতো বলিনি। মত প্রকাশের অদিকার আমারও আছে। হতে পারে সেটা পক্ষে অথবা বিপক্ষে।আপনি আমার নামটা দেখে ক্ষেপে গেছেন। আমি কেন হত্যাকারীদের বের করবো। আমি তো আপনার মতো একজন জনগন।নিয়ম কিনা জানি না তবে সৌজন্য হলো যে দেশে যাবো সেকানকার ভাষা জানলে সেই ভাষাতে তাদের সম্বোধন করলে আন্তরিকতা বাড়ে। তবে এটা যদি আমি আপনে করতাম কোন কথা হতো না্ যেহেতু সালমা একজন সেলেো্রটিম এবং এটা বাঙালীর আবেগের জায়গা তাই তাকে একটু ডিপ্রোম্যাটিক হতে হতো। আর কিছুই নয়।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০
মুসলিম শরীফ বলেছেন: সালমা উরদু শিখেছে হিন্দি ছবি দেখে। ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিলে উরদু শিখা বন্ধ হয়ে যাবে। কসম দিয়ে বলতে পারি।
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪
মঞ্জু রানী সরকার বলেছেন: তাই হবে। তবে ভাষা জানাটা দোষের নয়। প্রযোগটা হতে হতো ডিপ্লোম্যাটিক। কারন এটা তো স্পর্শকাতর বিষয়
৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: হিন্দি ও উর্দুর উচ্চারণ প্রায় কাছাকাছি । এসব ভাষায়, কিংবা অন্য যে কোন ভাষায় কথা বলায় দোষের কিছু না । অতি উৎসাহী কিছু লোক কুৎসা রটাচ্ছে ।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
গেম চেঞ্জার বলেছেন: যা হোক বিষয়টির পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে আসবে। অন্য ভাষা হলে অন্য কথা । কিন্তু বিষয়টি যখন উর্দু ভাষা তখন সমালোচনা হবেই এবং সকলের মত এক হবে না।
সালমা উর্দু বলে ফেলেছে বলে গায়ে লাগে অবশ্য হিন্দিতে জেমস কিছু বললেও গায়ে লাগার কথা না। এমনই সুন্দর নীতি আমাদের।
বাঙালি কবে মানুষ হবি বল?
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
মঞ্জু রানী সরকার বলেছেন: পাকিস্তান সফরে যাওয়ার আগেই বিসিবির পক্ষ থেকে কড়া সতর্কবাণী ছিল, সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা যেন বাংলা অথবা ইংরেজিতে কথা বলেন। উর্দু বা হিন্দিতে কথা বলা বারণই ছিল।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
সালমা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কাজটি ভালো করেনি। কারন সে সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তার চাল চলন কথা বার্তায় উঠে আসবে বাংলাদেশ। এখানে কে সালমা? আমরা দেখবো তার ভিতর দিয়ে বাংলাদেশকে।
লেখকের সাথে সহমত পোষন করিতেছি।
অভিসপ্ত উর্দু ভাষা অভিসপ্ত পাকি'দের ভাষা।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭
নতুন বলেছেন: সালমাকে প্রশ্ন করা হচ্ছিলো সবই উদু`তে। তিনি সবই বাংলায় উত্তর দিয়েছেন।
কয়েকটা শব্দ হয়তো তিনি ব্যবহার করেছিলো। সেটাকে এতো বেশি বড় করে দেখার কিছু নাই।
https://www.facebook.com/aamrai.bangladesh/videos/vb.191165367723992/518712431635949/?type=2&theater¬if_t=like
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭
মঞ্জু রানী সরকার বলেছেন: আমি এই বিষয়ে একমত, তবে লেগেছে হিন্দী আর উর্দু নিয়ে
৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে বিষয়টা অনেকটা তিলকে তাল করা হয়ে গেছে
সালমার দু চারটা উর্দু শব্দ বলায় আমি দোষের কিছু দেখি না ।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮
মঞ্জু রানী সরকার বলেছেন: েএটাতো ভাই আমাদের স্বভাব
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২
অর্বাচিন বলেছেন: আপনিই বললেন, একাধিক ভাষা জানাটা অবশ্যই তার দক্ষতারই বিষয়। তাহলে উর্দু ভাষার সমস্যা কি ?
আর হিন্দি সিরিয়াল দেখে দেখে ছোট ছোট বাচ্চারা যখন হিন্দিতে কথা বলে, সেটাকে কিভাবে দেখছেন ? বাংলিশ এর কথা বাদ ই দিলাম।