নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
বিস্তর প্রতিকুল পরিবেশ পার করে হজ্ব যাত্রীগন দেশে ফিরতে শুরু করেছেন
কিন্তু এক ভোগান্তি পার হয়ে এসে তারা নিজ দেশে যে হয়রানীর শিকার হয়ে মানবেতর জীবন পার করছেন তার দিকে কারও নজর নেই।
প্রতি বছর হজ্ব মৌসুম এলেই নানা রকম বিশৃঙ্খলার কথা উঠে আসে। একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে মনের ইচ্ছটা পূরন করতে যান। এর জন্য সরকারের কাছ থেকে কোন করুণা তারা চান না। যেখানে যেটুকু ট্যাক্স দেবার তা তারা পরিশোধ করেন।
সরকার তার সেবার শেষটুকু প্রদান করতে বাধ্য। অথচ দীর্ঘ ভোগান্তীর পর ফিরে এসে দেশের মাটি স্পর্শ করলেও প্রিয়জনের সান্নিধ্য এখনও তাদের ভাগ্যে জুটেনি। ল্যাগেজ না পাওয়ায় আজ ৫ দিন চোখের জল ফেলে তারা সময় পার করছেন্।
অথচ হজ্ব ক্যাম্পের কর্মকর্তাগণ বিষয়টি জানেনই না। একগাদা লোক এয়ারপোর্টে ল্যাগেজের সন্ধানে মানবেতর জীবন পার করছেন আর তারা এখনও বিষয়টি জানতে পারেন নি। এটি কি মস্করা না প্রধানমন্ত্রী নির্দেশ না দেওয়া পর্যন্ত ল্যাগেজ বের করা যাবে না।
তাই যদি হয়, তবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অতি শীঘ্র বিষয়টি আমলে আনুন , উদ্ভুত অনাকাংখিত পরিষ্থিতি সামাল দিন . আর একটি অনুরোধ মেডিকেলে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের আন্দোলনের বিষয় টিও আমলে নিতে ভুল করবেন না।ওদের জন্য সম্মানজনক কিছু একটা করুন
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
স্যার এডলফ হিটলার বলেছেন: খুব ভালো পোস্ট। ধন্যবাদ