নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
গত পরশু হতে সূচিত হলো দেবী পক্ষের। মাতৃ শক্তির আরাধনায় ভূবনের সকল দুয়ার উন্মোচিত।আমরা এখন প্রস্তুত মায়ের উপাসনায়।
দেবীপক্ষের সূচনা লগ্নে পঠিত হলো শ্রী শ্রী চন্ডী। অনুষ্ঠিত হরো মহালয়া। নারী শক্তির জয় জয়াকার।নারী শুধু অবলা নয়। প্রয়োজনে সে হতে পারে কঠোর। তাইতো সন্তানসম অসুরকে বধ করতেও তিনি দ্বিধাবোধ করেন নি। বিজয় এনেছেন অশুভ শক্তিকে পরাজিত করে
এমনই সময় নারী আমাদের বোন কবিতাকে জীবন দিতে হলো এক অসুরের ছুরিকাতলে।
কিন্তু এতে নারী শক্তি, মাতৃশক্তির পরাজয় ঘটেনি। বরং গর্জে উঠবে সেই শক্তি।
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংসস্থিতা
নমোস্তসৈ নমোস্তসৈ নমোস্তসৈ নমো নমা:”
এই নারী শক্তির জয়জয়াকার দিনে স্মরন করি, সেই অমর কবির কবিতাখানি যিনি নারীকে দিয়েছেন অমোঘ মর্যাদা।
”দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীতে হয়েছে বধূ
পুরুষ এসেছে মরূ তৃষা লয়ে নারী যোগায়েছে মধু।…………………….
……………………………………..
রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী
রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।”
নারী শক্তি, নারী মুক্তি।
নারীকে যথাযথ সম্মান
এনে দেবে আমাদের উন্নয়নের সোপান।।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫
মঞ্জু রানী সরকার বলেছেন: আপনাকেও, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: শুভেচ্ছা।