নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
জীবন তো এখন আর আগের সেই
নদীর মতো বয়ে চলে না
শোনা যায় না ছন্দে ছন্দে তার
কুলু কুলু ধ্বনি
জীবন এখন পাহাড়ের মতোও নয়
এক জায়গায় নিথর পাথরের মতো
থেমে থাকে না , রন্ধ্রে রন্ধ্রে তার
গোঙরানির আওয়াজ।
জীবন সেতো মরুভূমিও নয়
কেবল বালির স্তুপ আর স্তুপ
দমকা বাতাসে উড়ে যায় না
গড়ে না চোরা বালির ঢিবি।
জীবন মানে্ই যুদ্ধ
কেবলই বেঁচে থাকার লড়াই
মরে যেয়ে আবার জন্ম নেওয়া
আজন্ম ইতিহাস হওয়া
প্রজন্ম থেকে প্রজন্ম গড়া।।
২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
দৃষ্টিসীমানা বলেছেন: জীবন মানেই যুদ্ধ, হ্যাঁ ঠিকই তবে আমি বলব, জীবন ষড়ঋতুর মত । কবিতায় ভাল লাগা রইল ।ভাল থাকুন সব সময় ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
সাবলীল মনির বলেছেন: জীবনকে নিয়ে বেশ ভাল এক্সপেরিমেন্ট !