নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
এটি শ্যামা পুজা বা মহানিশি পুজা নামেও পরিচিত। দুর্গা পুজার মতোই হিন্দু সম্প্রদায়ের এটিও একটি বড় উতসব।
কার্তিক মাসের অমাবশ্যা তিথিতে এই পুজা হয়। এই পুজা রাত্রিতে হয়ে থাকে। লাল জবা ফুলে দেবী কালিকে সন্তুষ্ট করা হয়।আজকের দিনটি যাবে ধর্মপ্রাণ হিন্দুদের উপবাসের মধ্য দিয়ে। এবং এই দেবীর আরাধনার মধ্য দিয়ে দূর হবে সকল অমানিশা, অশুভ তথা অন্ধকার। “দীপান্বিতা জ্বালাও আলো , জ্বালাও আলো”
সকলকে শুভেচ্ছা।
।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এই দেবীর আরাধনার মধ্য দিয়ে পঙ্কিল এই সমাজ থেকে দূর হবে সকল অমানিশা, অশুভ তথা অন্ধকার, এই শুভকামনা রইল।