নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
”আলো আমার আলো ওগো
আলোয় ভূবন ভরা
আলোয় নয়ন ধোয়া
আমার আলো হৃদয় হরা।
এই আলোর পিপাসা মানুষের আদিকালের।তাই চিরন্তন যুদ্ধ আলো আর অন্ধকারের। শুভ আর অশুভর।শক্তি আর অপশক্তির।
আজ দিওয়ালী। শুভ দীপাবলি। আলোর উতসব।এই উতসবের তাতপর্য হলো অপশক্তির বিরুদ্ধে শুভ শাক্তর জয়। এই দিনটি পালন করা হয় প্রতিবছর হেমন্তকাল অর্থাত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রদীপ আর মোবাতির আলোকে চারিদিক আলোকিত করে তোলে।
সমাজ তথা আমাদের দেশ হতে সকল অন্ধকার বিদূরিত হোক, আলোকময় হোক আমাদের হৃদয়, অন্ধকার থেকে আমরা যেন নিবৃত্ত হত পারি।
©somewhere in net ltd.