নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
এবারে দূর্গা পূজা হতে শুরু করে কালী পূজা পর্যন্ত বেসরকারী টিভি চ্যানেলগুলো খুব সুন্দর কভারেজ দিয়েছে। পূজার মধ্যে টিভি খুললেই ঢাকের শব্দে মনটা ভরে যেত। যা দেখতে এবং ভাবতে বড়ই ভালো লাগতো
কিন্তু শুনতে গেলে কানে একটু বেধে উঠেছে। কোন কোন চ্যানেল ঠিক ভাবে বলতো সনাতন ধর্মালম্বীদের পূজা।
আবার কোন কোন চ্যানেলে বলতো হিন্দু ধর্মালম্বীদের পূজা। এই কথাটি কানে বিধেছে। কারন জানা থাকা দরকার যে. হিন্দু ধর্ম বলে কোন ধর্ম নেই। হিন্দু সম্প্রদায় আছে যারা সনাতন ধর্মের অনুসারী।
তাই কথাটা সনাতন ধর্মালম্বী হবে। হিন্দু কোন ধর্মের নাম নয়, এটি গোষ্ঠি বা সম্প্রদায়ের নাম। এরা যে ধর্মটাকে অনুসরন করে তা হলো সনাতন ধর্ম।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
মঞ্জু রানী সরকার বলেছেন: আমাদের কিছু লেখা বা প্রচারেরে আগে বেশী করে জানতে হবে, পড়তে হবে কারণ এগুলো তো রেফারেন্স হবে
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: টিভি চ্যানেলগুলোর জ্ঞানের অভাব ।