নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
ঐশীর আজ যে পরিণতি হলো সেটা হয়তো হবার কথা ছিল না। হয়তো ঐশীল জন্ম টা সোনার চামচ মুখে নিয়ে হয় নি। কিন্তু পরবর্তী অবস্থা সেই রকমই ছিল।
অর্থে স্বাচ্ছন্দে ঐশীদের পরিবার ছিল একটা সুখী পরিবার। কিন্তু আদৌ কি তা ছিল? থাকলে আজ ৫/১০ টা মেয়ের মতো ঐশীর জীবন চলতো বাঙালী সামাজিক স্রোতের মতো। সেই ধারাতে আজ হয়তোতর কোন সাফল্যের খবরে পরিবার তথা দেশ গর্বিত হতে পারতো।
তা না আজকে শুনতে হলো তার ফাঁসির আদেশ।
এর জন্য দায়ী কে? এক কথায় তার মা বাবা। বাবার মধ্যে ছিলনা সততা। সে যে চাকরিী করতো তাতে এত বিলাস বহুল জীবন যাপন কি ভাবে করতো? ছেলে মেয়েকে বাবা মায়ের অভাবকে বুঝতেহ দিতে হবে। সে কত টাকা ইনকাম করে কি ভাবে করে এটা তাদেরকে জানতে দিতে হবে। পরিবার থেকে শিখবে সে সততা, মিতব্যায়িতা, ধর্মীয় মূল্যবোধ, ইহলোক পরলোকের ধারনা ইত্যাদি। এর জন্য অক্সফোর্ডে পড়া লাগেনা, পরিবার থেকেই শুরু হয়।
তাই আমাদের প্রতৌকের উচিত সনআনকে যে আহার টা দেবো, সেটা যেন ঘাম ঝরানো সততার আয় হয়। তেহামার জন্য করুণা হয় ঐশী। কিছু করার নেই। তবুও যেন আমরা সজাগ হই।
২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই আমাদের প্রত্যেকের উচিত সন্তানকে যে আহার টা দেবো, সেটা যেন ঘাম ঝরানো সততার আয় হয়।
তোমার জন্য করুণা হয় ঐশী।
কিছু করার নেই।
তবুও যেন আমরা সজাগ হই।
পিতা মাতা যদি সৎ হতো হয়তো ঐশী অক্সফোর্ডে পড়তে পারতা না, সাধারন কোন সরকারী স্কুলে পড়তো, কিন্তু অমানুষতো হতো না, তাই না! ঘরে ঘরেই অসততার বিকাশ য়েখানে তারাই ঐশী হয়, বারে যায়, ইয়াবা খায়! সৎ, গরীবের কোন সন্তান বারে ঢোকার স্বপ্ন দেখে না @ আহলান ভাই
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
আহলান বলেছেন: ভাই ভৃগু ...আমি বাস্তবতার নিরীখে যেটা বুঝি তার আলোকে আপনার সাথে একমত না ....যদিও আপনার কথায় মারেফতি যুক্তি আছে, যা চোখে দেখা যায় না। আমি অনেক ঘুষখোর সুদখোর চোর বদমাশের ছেলে মেয়েকে চিনি যারা অনেক ভদ্র, মাদক বা নোংরামী কি জিনিষ জানে না। আবার এমনো দেখেছি বাপ মসজিদের ইমাম ছেলে বখাটে ..... কথায় বলে না আলেমের ঘরে জালেম পয়দা হয় কিভাবে ....?
এভাবে বাবা মা-কে দোষাররপ করতে থাকলে ঐশির বাবা মা বেচে থাকলে বলতো ঐশির দাদা দাদির দোষ .... ঐশির দাদা দাদি বেচে থাকলে বলতো ঐশির বড় আব্বা আম্মা (দাদার বাপ মা আরকি) র দোষ .... এভাবেই কি চলতে থাকবে ভাই?
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮
মঞ্জু রানী সরকার বলেছেন: আপনার যুক্তি অত্যন্ত খোড়া, যা কিনা অসততাকে সাপোর্ট করছে
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
চলন বিল বলেছেন: দেশে প্রতিদিনই খুন হচ্ছে। ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে ছেলে খুন
ঐশী মেয়ে বলেই কি এতোটা হাইলাইট?
সমগ্র পুরুষ জাতির পক্ষ থেকে আমি এই বৈষম্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
আহলান বলেছেন: সততার প্রশ্ন তুল্লে বাংলার ঘরে ঘরে এমন এমন ঐশীর পয়দা হইতো ...তা কিন্তু হয় নাই ...খেয়াল কইরা ....