নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আজকাল মেয়েরা প্যারাসুট বেয়ে উড়ন্ত বিমান হতে নীচে নামছে, এভারেস্টে পড়েছে তাদের পদচিহ্ন। এমন কোন পেশা নেই যেখানে পুরুষের পাশাপাশি মেয়েরা নেই।
কিন্তু কে এর স্বপ্ন দ্রষ্টা? কে দেখেছিলেন সুলতানার স্বপ্ন ?
এখন আমাদের মেয়েরা ছেলেদের মতো হয়ে গড়ে উঠছে। যদিও এটি পুরোপুরি বাস্তব হতে আরও বিলম্ব হবে তবে এর সোনালী রেখা দেখা দিয়েছে।
তারা অনেকেই জানে না এই রেখার অঙকন কারীকে। যিনি রাতের আঁধারে গোপনে তার লেখা পড়া করে গেছেন। আর সেই জ্ঞান পিপাসায় তাকে একদিন রোকেয়া খাতুন থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন করেছে।তিনি ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রা্ন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
আজীবন এই অন্ধকার সমাজে আলো জ্বালাতে তিনি তার জীবন উতসর্গ করে গেছেন। আজকের আধুনিক সমাজের নারী পুরুষের সমতার স্বপ্ন দ্রষ্টা সেই বেগম রোকেয়ার প্রতি রইলো অকুণ্ঠ সম্মান এবং শ্রদ্ধা্ । তিনি ১৯৩২ সালের ৯ই ডিসেম্বর ইহলোক ত্যাগ করনে। তিনি যুগযুগ থাকবেন এই সমাজের আলোক শিখায়।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: বাঙ্গালি সাহিত্যিক, নারী আন্দোলনের অগ্রদূত ও সমাজ সংস্করক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম-মৃত্যুবাষিকীতে শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধাঞ্জলি।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
ধমনী বলেছেন: রংপুরের তাজহাট জমিদার বাড়ীতে তার হাতে লেখা চিঠিগুলো দেখে শিহরিত হচ্ছিলাম। অনেক শ্রদ্ধা মহীয়সীর জন্য।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
এস এম পাশা বলেছেন: মহীয়সীর জন্য শ্রদ্ধা
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ