নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
উতসব প্রিয় বাঙালীর জীবনে যোগ হয়েছে আরও একটি উতসব।প্রাণের উতসব। অস্তিত্বের উতসব। ভবিষ্যত গঠনের উতসব।
শিশু শিক্ষার্থীরা হাতে হাতে নতুন বই নিয়ে নতুন বই এর সুবাস বিলাতে বিলাতে ঘরে ফিরবে। আহ! কি আনন্দ।
নতুন বই এর গন্ধ কার না ভালো লাগে।কিন্তু আমাদের এই সৌভাগ্য হয় নি।সমগ্র শিক্ষা জীবনটাই কাটিয়ে দিয়েছি পুরোনো বই দিয়ে।
আজও মনে পড়ে, বছরের প্রথমে যখন একজনের পড়া বই পেতাম, তার গন্ধও থাকতো না, বর্নও থাকতো না। তারপরেও আনন্দের সীমা থাকতো না এই ভেবে যে, অন্তত: আগামী এক বছর বই কেনার দুশ্চিন্তা থেকে মা বাবাকে মুক্ত করতে পারলাম। আর নিজের লেখা পড়ার নিশ্চয়তা টুকুও পেলাম।
এখন কার শিশুরা আর তাদের মা বাবা কত নিশ্চিন্ত।সব বই হাতে তাদের সন্তানেরা ঘরে ফিরে আসবে।
এ যে কি আনন্দ! কি নির্ভরতা! সকল শিশুদের জন্য যেন এ রকম সব সুবিধা আমরা এনে দিতে পারি তাদের হাতের মুঠোয় এই প্রার্থনা থাকলো।
অনেক অনেক আদর আর ভালোবাসা নতুন বই হাতে ধরা আমার সোনামনিদের জন্য।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
প্রামানিক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
কলাবাগান১ বলেছেন: প্রতিটি শিশুর মুখ উজ্জ্বল আলোয় ভরে উঠুক এই উৎসবে (tt=ৎ in phonetic)
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
Juned Ahmed বলেছেন: নতুন বছরের সোনালি সূর্য, বাঙালীর জীবনকে প্রজ্বলিত করুক।এই শুভ কামনা করি
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
এরশাদ বাদশা বলেছেন: নতুন বইয়ের গন্ধ যে কতো মজা...
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
লেখোয়াড়. বলেছেন:
হুমমমমম!
প্রতিটি শিশুর মুখ উজ্জ্বল আলোয় ভরে উঠুক।
শুভকামনা দিদি।