নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
সিঁদোল শোল
উপকরন: সিঁদোল বল ১টা বা ২টা(পছন্দমতো), শোল মাছ ২৫০ গ্রাম একটু বড় হলে ভালো হয়), পেয়াজ কুচি ১০০ গ্রাম, রসুন কুচি ১৫০ গ্রাম, আদা বাটা(ঐচ্ছিক), জিরা বাটা, কাঁচা মরিচ বাটা, কিছুটা কুচিয়ে কাটা, লবন,. হলুদ, সরিষা অথবা সোয়াবিন তৈল।
প্রণালী:শোল মাছটা একটু ছোট টুকরা করে ধুয়ে লবন, হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন অথবা কাঁচাও রাখতে পারেন।
সিঁদোল বলটা একটু আগুনে পুড়িয়ে সধুয়ে নিন। দেখবেন যেন পুড়ে ছাই হয়ে না যায়।
সিঁদোলটি হাত দিয়ে ভেংগে গুড়ো করে রাখুন।
কড়া্টতে তেল দিন। গরম হলে পেয়াজ, রসুন কুচি দিন। ভাজা হলে আদা বাটা, জিরা বাটা, লবন হলুদ, কাচা মরিচ বাটা, গুড়ো করে রাখা সিঁদোল দিন। মশলাটা কষা হলে সামান্য জল দেবেন। ফুটে উঠলে শোল মাছগুলো দিন। মাখা মাখা ঝোল থাকলে কুচানো কুচানো কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারেন।
এটা শোল মাছ না দিয়েও শুধু মশলাতে কষিয়ে নিতে পারেন।
সিঁদোল: এটি উত্তর বঙ্গ গাইবান্ধা, রংপুর, সৈয়দপুর নীল ফামারীর প্রিয় খাবার। ঐ অচ্ঞল থেকে সরবরাহ করতে হবে।
সিঁদোলের উপাদান: এটি ছোট মাছ, কালো কচুর ডাঁটা, পেয়াজ রসুনসহ সব মশলা সব এক সংগে বেটে বল বানিয়ে রোদে শুকায়।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
মঞ্জু রানী সরকার বলেছেন: দিনরাজপুরে আমি খাই নি। আর জানিও না যে ওখানে পাওয়া যায় কিনা। তাই ভয়ে নামটা দিই নি। তবে জানা হলো, এ জন্য আপনাকে ধন্যবাদ।
২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯
সুরঞ্জনা বলেছেন: সিলেটে সিঁদল এমন করে করেনা। পুঁটি বা ফাইস্যা ( আগে শুধু পুঁটিরই হতো) মাছ মাটির হাড়ীতে করে মাটির নিচে রেখে দেয়া হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর সেই শুটকি বের করে। সেটাকেই সিঁদল বলে। শুটকিটা ভেজা ভেজা হয়।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
আমি মিন্টু বলেছেন: কেন আপু দিনাজপুর এর সিঁদোলও কিন্তু অনেক ভালো ।
সিঁদোল ভর্তা আমার অনেক প্রিয় কিন্তু ।