| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঞ্জু রানী সরকার
I am a house wife, I love to write something

আজ ২৪ শে এপ্রিল। মানব সৃষ্টি করা বাংলাদেশর ইতিহাসে এক জঘন্য স্মৃতি।
২০১৩ সালের এই দিনে সাভারের রানা পল্জাতে ধ্বসে পড়ে মানবতা। একদিকে যেমন নিষ্ঠুর মানুষ এই ঘটনার জন্য দায়ী, তেমনি সেদিন মানবতার ইতিতহাসে এক অনন্য মানবতার হাত প্রসারিত করে এগিয়ে এসেছিল অসংখ্য মানুণ। তাদেরকে সেলাম জানাই।
যারা মারা গেছেন এই ঘটনায় তারা স্বগীর্য় সুখ ভোগ করুন, আর যারা বেঁচে থেকে আজও রাজনীতির বেড়াজালে আবদ্ধ, ঈশ্বর তাদের আকুতি শোন, একটু সুস্থভাবে বাঁচতে দাও।
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০
সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। ভাল থাকুন।