নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
আজ আমি একটা চরম সত্য কথা বলব। সত্য কথাটির আগের কথা, আমার ফেভারিট খেলা ক্রিকেট। খেলতেও ভালবাসি, দেখতেও। আর আমার সবচেয়ে বিরক্তিকর খেলাও আছে। না! ফুটবল, হকি বা টেনিস নয়। টেস্ট ক্রিকেট। দীর্ঘ সময় বসে থেকে টেস্ট খেলা দেখার মধ্যে আর যেই থাকুক, আমি নেই।
টেস্ট খেলা যদি হয়, তাও বাংলাদেশের ক্ষেত্রে, শুধু স্কোর আপডেটগুলোই দেখেছি। দীর্ঘ সময় বসে কোনদিন টেস্ট খেলা দেখেছি বলে আমার মনে পড়ে না। এটা আমার কাহিনী। আমার সেই কাহিনী উল্টে দিয়েছেন আশরাফুল, মুশফিক আর নাসির।
পরশু রবিবার, আশরাফুলের সেঞ্চুরীটা দেখেছিলাম। ডাবল সেঞ্চুরী করার পথে ছিলেন আশরাফুল। ছিলো মুশফিকেরও সেঞ্চুরী। পরদিন, অর্থাৎ গতকাল সোমবার আশরাফুলের ডাবল সেঞ্চুরী দেখার জন্য খেলা দেখা শুরু করলাম। দূর্ভাগ্য বশতঃ আশরাফুল আউট হয়ে গেলেন। আমার মনে হয় তাতে আশরাফুলের চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমি। যাহোক দীর্ঘদিন পরে দলে ফিরে এত সুন্দর একটা ইনিংস খেলা সহজ কথা নয়। তিনি যে বাংলাদেশের সেই লিটল মাস্টার তা আরো একবার প্রমান করলেন।
এরপর মুশফিকের পালা। আশরাফুলের পরে ডাবল সেঞ্চুরীর পথে এগুচ্ছেন মুশফিক। হঠাত মুশফিকের ১৯৮ রানের সময় লাঞ্চের সময় হয়ে যায়। বিরক্ত হয়েছিলাম। ভেবেছিলাম লাঞ্চটা কি আরেকটু পরে দেয়া যেতো না! ২টো রানই তো মাত্র বাকি। যাহোক লাঞ্চের পরে মুশফিকের ডাবল সেঞ্চুরী হলো। কি এক প্রশান্তিতে হৃদয়টা ভরে গেলো বুঝতে পারিনি এখনো।
মুশফিকের পরে নাসির। তিনি যে সেঞ্চুরী করবেন সেরকম ধারনা ছিলো না আমার মোটেও। আমার সেই ধারনাকে ভুল প্রমানিত করে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরীটা করে নিলেন শ্রীলঙ্কার গলেতে। এতোগুলো খুশির মধ্যে আরো এক খুশি।
কালকের খেলা শেষ হলো। দেখলাম প্রায় পুরোটাই। অবশেষে আজ সকালে উপলব্ধি হলো- আমি টেস্ট ক্রিকেটকেও ভালবাসতে শুরু করেছি। অবশ্য অন্য দলের ক্ষেত্রে কি তা জানি না। তবে বাংলাদেশের টেস্ট যে আমি দেখবই এটা বলা যায়।
যাহোক, ধন্যবাদ আশরাফুল-মুশফিক-নাসিরকে। ধন্যবাদ গোটা বাংলাদেশ টিমকে। সেই সাথে অনেক অনেক শুভকামনা। আজ টেস্টের পঞ্চম দিন। দেখা যাক ‘ওরা ১১ জন’ আজ কি করেন।
টেস্ট ক্রিকেট; আমার কিছু চরম সত্য কথা
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
কামরুল ইসলাম মান্না বলেছেন: আগে আপনার ভাবি আসুক তারপরে ভেবে দেখবো টি-২০, ওয়ানডে নাকি টেস্ট ম্যাচ হবে। আর এই বিষয়ডা জাতিরে জানাইবার কিছু নাই।।
২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ফলাফল আজ যাই হোক আমি ওদের উপর বেজায় খুশি আজ মনে হয় বিডির ঝিঝি পোকারা অনেক প্রফেশনাল
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
কামরুল ইসলাম মান্না বলেছেন: আমিও খুশি ভাই
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
আহসান২০২০ বলেছেন: ভাইজান কি ভাবীর সাথে টি টোয়েন্টিই খেলেন? টেষ্ট খেলেন না? জাতি ঝানবার চায়।