নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে মাটির নিচ থেকে মসজিদ পাওয়া গেছে। এরকম গল্প অনেকের কাছেই শুনেছিলাম। তারপর মনে হলো একদিন যেয়ে দেখি কি ঘটনা। চলে গেলাম বারবাজার। জানলাম আসল ঘটনা। এই অঞ্চলে ১৯টি মসজিদ রয়েছে এইরকম। ভাবলাম শুধু আমি একা দেখলেই বা জানলেই হবে না। আপনাদেরকেও জানাতে হবে। আর তাইতো ভিডিও রেকর্ড করে নিলাম। এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেলো। অবশেষে ১৯ মসজিদের একটি - "গোঁড়ার মসজিদ" এর রহস্য শেয়ার করলাম আপনাদের সাথে। অন্যগুলোও ধীরে ধীরে শেয়ার করবো ইনশাআল্লাহ।
ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা ফেসবুকে দেখতে চান নিচের লিংকে দেখতে পারেন।
গোঁড়ার মসজিদ রহস্য
০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৫২
কামরুল ইসলাম মান্না বলেছেন: আসলে বারবাজারের মসজিদগুলো সব মাটির ঢিবি আকারে ঢাকা পড়েছিল। পরে ঢিবির পাশে কবর খুঁড়তে গিয়ে দেয়ালের সন্ধান পায়। তারপর পুরো ঢিবি খনন করে মসজিদ উদ্ধার করা হয়।
২| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৫৪
কামরুল ইসলাম মান্না বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৪
কামাল১৮ বলেছেন: মাটির নিচ থেকে মসজিদটি উঠে আসে নি।বরং মসজিদটিই মাটির নিচে চাপা পড়ে গিয়ে ছিলো।ঐ এলাকার চেয়ারম্যান ছিলো আমার ঘনিষ্ঠ বন্ধু।বহুবার গিয়েছি ঐ এলাকায়।কালিগঞ্জ,বারবাজার,সাতমাইল,চুড়ামনকাঠি আমার খুব পরিচিত এলাকা।
০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৫৫
কামরুল ইসলাম মান্না বলেছেন: জ্বি। সেই কথাই সেখানকার দায়িত্বরত খাদেম আমাদেরকে জানিয়েছে। তিনি বলেন, "ছিল তাই বের করা হয়েছে"।
৪| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
এস.এম.সাগর বলেছেন: আমিও নিজে দেখেছি, আমি যশোরে থাকতাম একসময়, কিন্তু মসজিদগুলি বিষয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু সঠিক তথ্যটা আল্লাহ সুবঃ ই ভাল জানেন।
০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৫৭
কামরুল ইসলাম মান্না বলেছেন: সেখানকার দায়িত্বরত খাদেম আমাদেরকে জানিয়েছেন, "ছিল তাই বের করা হয়েছে"। তাঁর দেয়া তথ্যমতে এই মসজিদ একসময় মাটির নিচে চাপা পড়ে যায়। পরে সেগুলো ঢিবি আকৃতির হয়ে যায়। তারপর সেই ঢিবিগুলোকে খনন করে মসজিদগুলো বের করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভিডিও মেকিং, প্রেজেন্টেশন সবই প্রফেশনাল লেভেলের। ভালো লেগেছে।
কিন্তু রহস্যটা ঠিক ধরতে পারে নি। খাদেম বললেন, কবর খুঁড়তে গিয়ে দেয়াল পায়। সেই দেয়াল থেকেই কি মসজিদ তোলা হয়?