নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার যেন প্রত্নতত্ত্বের লীলাভূমি। অন্যসকল প্রত্নতাত্বিক স্থাপনার পাশাপাশি এখানে রয়েছে নামাজগাহ প্রত্নতাত্বিক কবরস্থান। এই প্রত্নস্থলটি ঝিনাইদহ শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণে বারোবাজারের বেলাত দৌলতপুর গ্রামে অবস্থিত।। আয়তাকৃতির এই ঢিবিটি ৪৮ মিটার দীর্ঘ এবং ৪১ মিটার প্রশস্ত। পার্শ্ববর্তী নিচু জমি থেকে ঢিবিটির উচ্চতা ২ মিটার। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৯৭ সালে খনন কাজ চালিয়ে এখানে ৭টি ইট নির্মিত কবরসহ একটি প্রাচীন সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। ২০০১ সালে পুনরায় খনন করে ১৬টি ইট নির্মিত কবরসহ একটি সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এখানে প্রাচীনকালে কোন জনবসতি ছিল বলে অনুমান করা হয়। তবে ইতিহাস থেকে এর চেয়ে খুব বেশি আর কিছু পাওয়া যায় না।
ঢিবিটির পূর্ব পাশে স্থানীয় জনগণ ঈদের নামাজ আদায় করার জন্য একটি ঈদগাহ নির্মাণ করে। সেই থেকে স্থানটি নামাজগাহ নামে পরিচিত।
ভিডিও দেখতে এইখানে ক্লিক করুনঃ নামাজগাহ কবরস্থানের বিশেষত্ব কি?
©somewhere in net ltd.