নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
খান জাহান আলী মসজিদ। নাম থেকেই অনুমান করা যায় এই মসজিদটির নির্মানকাল। তবে কে নির্মান করেছেন এই মসজিদ, তা নিয়ে রয়েছে ভিন্ন মত। মসজিদ প্রাঙ্গণ ঘুরে, স্থানীয়দের সাথে কথা বলে আর ইতিহাস থেকে জানার চেষ্টা করবো এই মসজিদ সম্পর্কে।
যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, হযরত খান জাহান আলী মসজিদ। মসজিদটি ভৈরব নদের তীরে অবস্থিত একটি ১ গম্বুজ ও ৪ মিনার বিশিষ্ট মসজিদ। মসজিদের ভেতরের আয়তন ১৬ ফুট ১০ ইঞ্চি বাই ১৬ ফুট ১০ ইঞ্চি, উচ্চতা ২৫ ফুট। বাইরের পরিমাপের এক মিনারের মধ্যবিন্দু থেকে অন্য মিনারের দূরত্ব ২৮ ফুট ৬ ইঞ্চি। মসজিদটির উত্তর, পূর্ব ও দক্ষিণে ৩টি দরজা অবস্থিত। পূর্ব দিকে অবস্থিত সদর দরজার খিলান ১১ ফুট এবং প্রস্থ ৬ ফুট ১০ ইঞ্চি। নির্মানশৈলি দেখলে যে কেউই বলে দিতে পারবেন এটি হযরত খান জাহান আলী (রহঃ) এর আমলে সুনিপুনভাবে নির্মিত।
ভিডিও চিত্র সহ বিস্তারিত জানতে নিচের ভিডিও প্লে করুন অথবা ফেইসবুক থেকে দেখে নিতে পারেন।
ফেইসবুক লিঙ্কঃ https://fb.watch/tl1oYA3LPs
©somewhere in net ltd.