নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুল ইসলাম মান্না

কামরুল ইসলাম মান্না

ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।

কামরুল ইসলাম মান্না › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন এক কক্সবাজার — একদিনে ভিন্ন এক ভ্রমণের গল্প

০৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৩



কক্সবাজারের কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে লাবণী পয়েন্ট, সুগন্ধা, কলাতলী কিংবা ইনানী বীচ। কিন্তু আমরা অনেকেই জানি না, এর বাইরেও আছে এক রহস্যময় সৌন্দর্যের জগৎ — যেখানে পাহাড় ছুঁয়ে বয়ে চলেছে মেঘ, যেখানে সমুদ্রের নোনাজল ছুঁয়ে আছে নির্জন বালুচর, আর যেখানে ইতিহাসের ভাঁজে লুকিয়ে আছে প্রেম ও প্রতীক্ষার গল্প।

সাম্প্রতিক এক ভ্রমণে আমি এমনই এক কক্সবাজারের দেখা পেলাম — পরিচিত কক্সবাজার নয়, বরং অচেনা এক রূপ

ভোরবেলা ডলফিন মোড় থেকে যাত্রা শুরু করে এক সিএনজিতে সারাদিন ঘুরেছি আমরা। গন্তব্য ছিল হিমছড়ি, ইনানী, রেজুখাল, টেকনাফ, মাথিনের কূপ এবং শেষে স্বপ্নের মত এক স্থান — শাহপরীর দ্বীপ।

হিমছড়ির সবুজ পাহাড় আর পাশে মেরিন ড্রাইভে গড়িয়ে চলা নীল জলরাশি যেন মনকে শান্ত করে দেয়। ফানফেস্ট পয়েন্টে প্যারাসেইলিংয়ের অভিজ্ঞতা ছিল সত্যিই রোমাঞ্চকর। এরপর রেজুখাল পেরিয়ে যখন ইনানীর নির্জনতায় পৌঁছালাম, তখন যেন মনে হলো — এত কাছের কক্সবাজার এতটা শান্ত হতে পারে?

সবচেয়ে আবেগময় মুহূর্তটি ছিল মাথিনের কূপে দাঁড়িয়ে সেই প্রেমকাহিনী শুনে, যেখানে এক রাখাইন রাজকন্যা অপেক্ষায় ছিলেন তার না ফেরা প্রেমিক ধীরাজের।

আর দিনশেষে পৌঁছাই শাহপরীর দ্বীপে — যেখানে দাঁড়িয়ে মিয়ানমারের পাহাড় দেখা যায়, আর নাফ নদীর ধারে বাতাসে ভেসে আসে নির্জনতার ঘ্রাণ।

এই পুরো ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমি ভিডিওতে ধারণ করেছি — ড্রোন, ক্যামেরা, আর ফোনের মাধ্যমে। চেষ্টা করেছি যেন আপনি ঘরে বসেই এই অচেনা কক্সবাজারের সৌন্দর্য অনুভব করতে পারেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:৩৯

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.