![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা ঝিনাইদহ। নাম শুনলেই অনেকে হয়তো মনে করেন ছোট্ট, সাধারণ একটি শহর। কিন্তু ঘুরে দেখার পর বুঝলাম—ঝিনাইদহের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য গল্প, ইতিহাস আর সৌন্দর্যের অজস্র রঙ।
শুরু করেছিলাম যাত্রা পায়রা চত্বর থেকে। শান্তির প্রতীক সাদা পায়রাটিকে ঘিরে গড়ে উঠেছে এই চত্বর, যা এখন ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল, শহরের মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ সবকিছু যেন এই চত্বরকে কেন্দ্র করেই ঘুরপাক খাচ্ছে।
এরপর গেলাম শহীদ মিনারে। ঝিনাইদহ জেলা শহরের এই মিনারটি উদ্বোধন হয় ২০১৬ সালের ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। ভাষা আন্দোলনের স্মৃতি ধরে রাখতে শহীদ মিনারের উপস্থিতি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল।
আরেকটি বিস্ময়কর স্থান হলো নলডাঙ্গা জমিদার বাড়ি। অর্ধশতাধিক কক্ষ নিয়ে বিশাল এই প্রাসাদ আজ ভগ্নদশায় দাঁড়িয়ে আছে। কিন্তু দেয়ালে দেয়ালে খোদাই করা ইতিহাস এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে।
শহরের আরেক প্রান্তে আছে মিয়ার দালান—একটি পুরোনো স্থাপনা, যার সৌন্দর্য সময়ের সাথে সাথে ম্লান হলেও কাহিনী এখনো বেঁচে আছে স্থানীয়দের মুখে মুখে।
ঝিনাইদহের সবচেয়ে আকর্ষণীয় জায়গার একটি হলো এশিয়ার সবচেয়ে বড় বটগাছ। বিশাল এই গাছের নিচে দাঁড়িয়ে মনে হয়েছিল আমি যেন প্রকৃতির এক অদ্ভুত কোলাহলে হারিয়ে গেছি।
এছাড়াও ভ্রমণে চোখে পড়ল ঢোল সমুদ্র দীঘি আর Dream Valley Park —যা পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অসাধারণ জায়গা।
ঝিনাইদহ শুধু একটি জেলা নয়। এটি হলো ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক মিলনমেলা। আমার ভ্রমণ চোখে এই শহরকে দেখে মনে হলো—বাংলাদেশের অজানা গল্পগুলো আমাদের সামনেই আছে, শুধু খুঁজে নিতে হয়।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৯
কামরুল ইসলাম মান্না বলেছেন: আপনার শৈশব ঝিনাইদহে কেটেছে জেনে ভাল লাগল। আমার ভিডিওতে আমি দেখিয়েছি সবগুলো স্থান। পড়ার পাশাপাশি দেখে নিতে পারেন কিন্তু।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৪
এইচ এন নার্গিস বলেছেন: ঝিনাইদহ আমার জীবনের অনেক বছর কাটানোর একটা শহর। এখানে আমি মুক্তিযুদ্ধের সময় ছিলাম। এস এস সি আর এইচ এস সি এখান থেকেই দিয়েছি। জানিনা আমার সময়ের পরিচিত মানুষ গুলো এখনো বেঁচে আছে কি না। আমাকে চিন বে কি না। যে স্থান গুলোর নাম আপনি উল্লেখ করেছেন তা আমি ভ্রমণ করতে গিয়েছি।
যাই হোক ভালো লাগলো আপনার লেখা।