![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
ছোটবেলায় আমরা সবাই ভেবেছি নদী কখনও বদলায় না। কিন্তু বাস্তবে নদী প্রতিদিন বদলায়, আর সেই বদলের সাথেই নতুন জীবন জন্ম নেয় চরে। যমুনার বুকে গড়ে ওঠা হাতিমারা ও কাচি চর এমন এক জায়গা, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একে অপরের সাথে জড়িয়ে আছে।
চরের মানুষের দৈনন্দিন জীবনযাপন খুবই সরল, অথচ সংগ্রামে ভরা। নৌকাই তাদের প্রধান ভরসা—বাজারে যাওয়া থেকে শুরু করে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত সবকিছুতেই নদীই তাদের একমাত্র পথ। ভয়াল বন্যা, নদীভাঙন কিংবা দূরত্ব—সবকিছু মেনে নিয়েই তারা বেঁচে থাকে হাসিমুখে।
শেষ বিকেলের যমুনা যেন প্রকৃতির রঙিন এক উৎসব। কখনও হলুদ, কখনও কমলা, কখনও আবার আগুনের শিখার মতো লাল—এই রঙগুলো শুধু চোখকে নয়, মনে গভীরভাবে নাড়া দেয়।
এই ভ্রমণে আমার অনুভূতি ছিল একেবারে ভিন্ন—আমি যেন শিখেছি জীবনকে সহজভাবে ভালোবাসার পাঠ।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৮
কামরুল ইসলাম মান্না বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমি যেই অনুভূতির মধ্যে দিয়ে গেছি, সেটাই সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছি।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: সব কিছুই বদলায়। নদী বদলায় মানুষের চেয়ে বেশি।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৮
কামরুল ইসলাম মান্না বলেছেন: একেবারেই সঠিক কথা ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: চরের জীবন এক ভীন্নরকম অনুভুতি, বেশ ভালো লাগলো ।