![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
বাংলাদেশের চট্টগ্রাম জেলায় আছে এমন এক পাহাড়, যার সৌন্দর্য অন্য সব পাহাড় থেকে আলাদা। স্থানীয়রা একে ভালোবেসে ডাকেন মিনি কাশ্মীর। প্রকৃতির অনিন্দ্যসুন্দর এই স্থানটি অবস্থিত বাশখালির চাম্বল ইউনিয়নে।
মিনি কাশ্মীর ভ্রমণের সম্পূর্ন ভিডিও দেখে নিতে পারে।
চট্টগ্রাম শহর থেকে নতুন ব্রিজ হয়ে বাসে চড়ে আসতে হয় বাশখালির শিকদার দোকান মোড় পর্যন্ত। ভাড়া ১৩০–১৫০ টাকা। সেখান থেকে সিএনজি বা অটোতে করে যেতে হয় মিনি কাশ্মীরের কাছাকাছি— জনপ্রতি ভাড়া প্রায় ৫০ টাকা।
সেখান থেকে শুরু হয় হাঁটা পথ — পাহাড়ি টান, ঝিরি, আর সবুজে মোড়া রাস্তা। মাঝপথে দেখা মেলে অদ্ভুত “অটোমেটিক নলকূপ”-এর, যেখানে পানি ঝরছে অবিরত। যত উপরে উঠি, ততই প্রকৃতির রঙ গাঢ় হয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে মনে হয় — যেন এই পৃথিবীর সবুজের বেশিরভাগ অংশ এখানেই ছড়িয়ে আছে।
তবে সৌন্দর্যের সঙ্গে আছে তিক্ততাও। চূড়ার আশপাশে পড়ে থাকা প্লাস্টিক আর আবর্জনা যেন আমাদের দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। প্রকৃতি আমাদের আশ্রয় দেয়, অথচ আমরা তাকেই আঘাত করি।
স্থানীয়রা জানালেন, আগে এই জায়গার নাম ছিল “হুজুর পাহাড়” — একজন ধর্মপ্রাণ মানুষের নামে। সময়ের সঙ্গে বদলে গেছে নাম, কিন্তু প্রকৃতির স্নিগ্ধতা রয়ে গেছে আগের মতোই।
যদি কখনো মিনি কাশ্মীরে যান, মনে রাখবেন — এই জায়গা আপনাকে শুধু সৌন্দর্য দেখাবে না, শিখাবে প্রকৃতি আর নিজের প্রতি শ্রদ্ধা রাখতে।
আর হ্যাঁ, যদি আপনি মন খারাপ করে যান, পাহাড় আপনাকে ভালো করে দেবে। যদি মন ভালো থাকে, পাহাড় আপনাকে আরও ভালো করে দেবে।
©somewhere in net ltd.