![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ সাধারণ ভিন্ন অভিন্ন সবই সমানুপাতিক
ভালোবাসা কি?
ভালোবাসা কি শুধু কথিত প্রেমিক-প্রেমিকাদের সারপ্রাইজ অাদান-প্রদান। রাস্তার মোড়ে পথের ধারে পার্কে বা রিসোর্টের কাছে লাল-নীল কিংবা বাহারি রঙ্গের ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা। ঐ কথিত ফ্রেন্ডকে তা তুলে দেয়া। অথবা কিছু বিষয় ভাল কি না মন্ধ সেটা বুঝি না, তবে বিষয়গুলোকে বলতে গেলে এমন কিছু শব্দ চয়র করতে হবে সে শব্দ বা বাক্য যে নিশ্চিত নোংরা হবে তা খুব ভালো করেই বুঝি।
-ভালবাসা কি তাতে নেই?
যেদিন বাড়ী থেকে দুরে চলে অাসি, মা ঘরের দরজা,উঠান, বাড়ীর দরজা, শেষে রাস্তা পর্যন্ত আসে। আরহালকা কান্নাবেগ জড়িত কন্ঠে বলে- সাবধাণে চলাফেরা করিও! অামার চলে আসার সেই সরু পথ পানে তার দৃষ্টিটুক, মাঝে মাঝে মনে হয় মা বুঝি এখনো তাকিয়ে আছে। আর বলছে ঐইযে আমার সোনা-মনি।
-এ অাবেগে নেই কি ভালোবাসা ?
বোনের সাথে হয়তো কোন কারণে কথা বলা হয় নাই কিছু দিন যাবৎ , বোন রাগের অভিনয়ে বলে- যাহ! তুই আমার ভাই না!
-এ রাগে কি ভালোবাসা নেই?
বাবার মাথার ঘাম পায়ে, শুধু অামরা ( ভাই-বোনেরা) একটু শান্তিতে থাকবো। কিংবা সংসারের টানাপোড়ন চিন্তার পাহাড় হয়তো বাবাকে কুড়ে কুড়ে খাচ্ছে অামাকে তা একটুও বুঝতে দেয়না।
-এ পরিশ্রমে, এ চিন্তায় কি ভালোবাসা নেই?
আই লাভ ইউ মা!
আই লাভ ইউ বাবা!
আসুন ভালোবাসার পাত্র মা, বাবা ( নাড়ীকে) পরিবাকে ভালোবাসা দিবসের উইস করি।
অাবার ভালবাসা শুধু এদিকে নয়, সব দিকে অথ্যাৎ সমাজ, রাষ্ট্রকেও হতে পারে। একদিকে হলেওতো কিছুটা হয় কিন্তু তা যদি হয় নোংরামির (ইথিক্যাল এ্যাঙ্গেল) যাদু খেলা তাহলে কেমনে কি?
ধিক! তাদের যারা প্রতারক। যোগ্যদের নতুন করে সাধুবাদ দেয়ার কিছু নেই।
জয় ভালোবাসা, ভালোবাসার জয়।।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০
মহা সমন্বয় বলেছেন: এই পোষ্ট থেকে আমরা ভালবাসা সমন্ধে নতুন নতন অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ আপনাকে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫
অাব্দুল মান্নান বলেছেন: অাপনাকেও ধন্যবাদ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই, অসাধারণ!! :-)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩
অাব্দুল মান্নান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৫
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো বলেছেন। সবার আগে উচিত পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
অাব্দুল মান্নান বলেছেন: ঠিক ধরতে পেরেছেন। ধন্যবাদ।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
শরতের ছবি বলেছেন: ভালো লিখেছেন ।ধন্যবাদ ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
অাব্দুল মান্নান বলেছেন: ধন্যবাদ।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
বিজন রয় বলেছেন: সবদিনই ভালবাসা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
অাব্দুল মান্নান বলেছেন: তাতো বটেই!
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮
অাব্দুল মান্নান বলেছেন: Click This Link