![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইটি ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।প্রকাশনাটি এইবারের বইমেলা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে,প্রকাশককে গ্রেপ্তার করা হয়েছে।
বইটি কিন্তু এবারের বইমেলায় প্রথম আসেনি।বইটি ২০১০ সালে প্রকাশিত।তাহলে এতদিন পরে বইটি কেন বন্ধ করা হল?এতদিন কর্মকর্তারা কী ঘুমাচ্ছিলেন?
ড. জাফর ইকবালের করা উক্তিটি আমরা ইতিমধ্যে সবাই জেনেছি।যে কোন ব্যক্তি যে কোন কথা যে বলতে পারে তা আমাদের দেশে স্বীকৃত- তবে সেটা যদি ধর্মের বিন্দুমাত্র কোন গন্ধ থাকে তা শুধু ইসলাম ধর্মের পক্ষে থাকলেই হল।বিপক্ষে গেলে কী হয় তা নিশ্চয় কাউকে বোঝায়ে দিতে হবে না।
উনি কখনও ভুল করবে না বা ভিন্নমত পোষণ করবে না তা হতে পারে না।জাফর সাহেবরা সবসময় সত্য কথা বলতে পারেনও না।
বইটি নিয়ে অশ্বীলতার যে কথা বলা হয়েছে-তা কী ইসলাম বিরুদ্ধ?
অশ্বীলতা বলতে আমরা সেক্স সম্পর্কিত কথা যদি বুঝি তাহলে ইসলামে কী অশ্বীলতা নেই?
সেক্স নিয়ে কিছু প্রশ্নের উত্তর জানতে বার বার মন চায়-
১.সেক্স ছাড়া আদম হাওয়ার পরে আর কোন মানুষ পৃথিবীতে আসত কী না?
২.সেক্স নিয়ে কোরণ হাদিছে অসংখ্য কথা নাই কী?
৩.ধর্মমতে স্বামী স্ত্রী সেক্স নিয়ে মেতে থাকে না?
৪.একজন পুরুষ একসংগে সর্বোচ্চ ৪জন স্ত্রী রাখার যে বিধান তা সেক্স ছাড়া অন্য কোন কাজে?
৫.পরকালে বেহেস্তে ৭০/৭২টি হুরের যে পুরষ্কারের লোভ দেখানো হয় তা কী সেক্স করা ছাড়া অন্য কোন কাজ করানোর জন্য?
৬.বেহেস্তে নাকি পুরুষের সেক্সের শেষ হবে না বরং একটানা করে যেতে পারবেন। তারা নিশ্চয় ৭০টি হুর নিয়ে তিনি নিশ্চয় বসে থাকবেন না?
৭.কল্পনা করুন বেহেস্ত কতটা উন্নতমানের বেশ্যাখানা?
আবার বাস্তব জীবনে দেখা যায়-
১. গুগুল সার্চে সবচেয়ে বেশি পর্ণ ছবি খুজেছে ইসলামী দেশগুলোর মানুষেরা,
২.মাদ্রাসার অধ্যক্ষ,শিক্ষকেরা নিয়মিত ধর্ষণ করে চলেছেন,
৩.ফেসবুকে কোন লেখা ইসলাম বিরোধী হলে তা নিয়ে মন্তব্য কারীদের লেখাগুলো কতটা অশ্বীলতায় ভরা?
৪.হুজুররা যখন ওয়াজ করেন,স্বামী স্ত্রীর ভিতরে সেক্স নিয়ে কেন এত বেশি সময় ধরে এবং রসিয়ে রসিয়ে বয়ান করে আর আমরা আগ্রহ সহকারে তা শুনি।
বলি ভিতরে ভিতরে সেক্সের এত ছড়াছড়ি,আর তা প্রকাশের এত বিরোধিতা কেন? যা করেন,পরকালে লোভে আছেন,সারাক্ষণ লালা ঝরে-তা বইতে দেখলে এত বিদ্বেষী হয়ে ওঠেন কেন?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
মান্নান খান বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
নাবিক সিনবাদ বলেছেন: হুম, আপনার বাবা মা, ভাই বোন তারাও তো সেক্স করে তাই না?
এখন ওদের কে নিয়ে আপনি একটা বই লিখে ফেলুন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
মান্নান খান বলেছেন: যে যেটা লিখতে চায়-লিখুক।অাপনি উপদেশ না দিয়ে কাজে লেগে যান।সেক্স নিশ্চয় অাপনারো প্রিয় বিষয়?
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
বিজন রয় বলেছেন: কাউকে অকারণে আঘাত দেয়া ঠিক নয়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
মান্নান খান বলেছেন: কিছু লোকের কাছে সকল ধরণের সেক্স অতি প্রিয়-তাই সেক্সের যে কোন বিষয় অলোচনা,কটূক্তি-সবই প্রিয়-শুধু বইতে লিখলে-উনাদের কেমন কেমন লাগে!
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
এন.এ.আনসারী বলেছেন: লেথাটি উস্কানীমুলক হয়েছে ভাই
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
মান্নান খান বলেছেন: হেরেমখানা কী মুসলিম শাসকদের বৈধ বেশ্যাখানা ছিল না?আজ হয়ত হেরেম নেই ৪টি বউ ত আছে!অনেক উপপত্নী আছে-আছে ইসলামী বৈধ বেশ্যাখানা-দেশে বিদেশে সৌদি বাদশারা কীভাবে সেক্স উৎযাপন করছে দেখেন না?
ভাই এই সত্য কথনগুলোও তো উস্কাসিমূলক-তাই না?
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২
ইমরান আশফাক বলেছেন: উত্তরগুলি নিজে খুজে বের করুন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
মান্নান খান বলেছেন: আমি আগেই পেয়েছি।যারা পায়িনি তাদের জন্য।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বইয়ের বিতর্কিত অংশটি মুসলিম হাদিস থেকে নেয়া হয়েছিল।
তাহলে তো আগে 'মুসলিম হাদিস' বই নিষিদ্ধ করা উচিত
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
মান্নান খান বলেছেন: আপনার কথাটি ১০০% সত্যি।শুধু তাই নয়-আমাদের নবীর জীবনধারণ কী কম অশ্বীলতায় ভরা?নিজের পুত্রবধুর প্রতি সেক্স জাগার কারণে,পুত্রকে দিয়ে সেই বউ জয়নাবকে তালাক দিতে বাধ্য করায়ে পরে নিজে বিয়ে করে সেক্স মিটাইনি আমাদের প্রিয় নবীজী?
সেক্স মিটাতে যেয়ে সুন্দরী দাসীর সাথে তিনি সেক্স মিটানি আমাদের প্রিয় নবীজী? বৃদ্ধ বয়সে নাবিলিকা আয়েশাকে বিয়ে করে সেক্স মিটাননি আমাদের প্রিয় নবীজী?
তাহলে িইসলাম থেকে তাকে আগে বহিস্কৃত করা হউক।তারপর তার রচিত/কথিত প্রচারিত কোরাণ ও হাদিছ নিষিদ্ধ করা হউক?
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
ডাঃ মারজান বলেছেন: পরকালে বেহেস্তে ৭০/৭২টি হুরের যে পুরষ্কারের লোভ দেখানো হয় তা কী সেক্স করা ছাড়া অন্য কোন কাজ করানোর জন্য?
৬.বেহেস্তে নাকি পুরুষের সেক্সের শেষ হবে না বরং একটানা করে যেতে পারবেন। তারা নিশ্চয় ৭০টি হুর নিয়ে তিনি নিশ্চয় বসে থাকবেন না?
"হুর শব্দের অর্থ সঙ্গী" ৭০/৭২ হুরের কথা কুরআন ও সহি হাদিসের কোথাও নেই। সঠিক তথ্য জানুন, পড়ুন। তারপর লিখুন।
ইসলামই একমাত্র ধর্ম যেখানে সর্বাধিক ৪ জন স্ত্রী রাখার বিধান রয়েছে। তবে এও বলা আছে একজনই সর্বোত্তম। অন্য ধর্ম গুলিতে এ বিষয়ে কোন বাধ্য বাধকতা নেই। উল্লেখ্য শ্রী কৃষ্ণের ৪০০০ স্ত্রী ছিলেন।
সঠিক ও সুন্দর ভাবে প্রাকৃতিক নিয়ম গুলো যদি পালন করার কথা যেকোনো ধর্ম গ্রন্থে উঠে আসলে সমস্যা কোথায় তা আমার জানা নেই।
হেরেমখানা কী মুসলিম শাসকদের বৈধ বেশ্যাখানা ছিল না?
আপনি যদি ইসলাম কে জানতে চান! মুসলমান বা মুসলিম শাসকদের দেখার প্রয়োজন নেই। আপনি কুরাআন ও সহি হাদিস দেখেন। হিটলার একজন খ্রিস্টান ছিলেন। তাই ধর্ম কে দেখুন, ধর্ম পালনকারীদের নয়।
আর নবী (সা নিয়ে আপনার কুরুচিপূর্ণ মন্তেব্যর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বলার অধিকার আপনার আছে কিন্তু কাউকে আঘাত করার অধিকার আপনার নেই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
মান্নান খান বলেছেন: “তাদের সাথে থাকবে সলজ্জ, নম্র ও আয়তলোচনা তরুণীরা,তারা যেন (সযত্নে)লুকিয়ে রাখা ডিমের মত উজ্জল গৌরবর্ণ(সুন্দরী)।”- আয়াত:৪৮,৪৯,সূরা:আস-সাফফাত।
“তাদের পাশে (আরো) থাকবে আনতনয়না, সমবয়ষ্কা তরুণীরা।” আয়াত:৫২,সূরা:সা-দ।
“এমনই হবে (তাদের পুরষ্কার, উপরুন্তু) তাদের আমি দেব আয়তলোচনা (পরমা সুন্দরী) হুর।” আয়াত:৫৪, সূরা: আদ-দুখান।
“তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেওয়া অবস্থায় সামনা সামনি হবে, আর আমি সুন্দর সুন্দর চোখ বিশিষ্ট সুন্দর হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেব।” আয়াত:২০, সূরা: আত-তূর।
“সেখানকার (অগণিত নেয়ামতের) মধ্যে থাকবে আয়তনয়না হুর,যাদের (বেহেস্তের) এ (অধিবাসী)-দের আগে কোন মানুষ কিংবা জ্বিন কখনো স্পশৃ করেনি।” আয়াত:৫৬,সূরা:আর-রহমান।
“সেখানে থাকবে সৎ স্বভাবের (অনিন্দ্য) সুন্দরী রমণীরা” আয়াত:৭০,সূরা:আর-রহমান।
“(এ) আয়তলোচনা হুররা (রয়েছে) তাঁবুতে (অপেক্ষামান অবস্থায়)” আয়াত:৭২,সূরা: আর-রহমান।
“সেখানে (সেবার জন্য মজুদ থাকবে) সুন্দরী সুনয়না সাথী তরুণী দল” আয়াত:২২,সূরা:আল-ওয়াকী’আ।
“আমি তাদের (সাথী হুরদের) বানিয়েছি বানানোর মতো (করেই), (তাদের বৈশিষ্ট্য হচ্ছে) আমি তাদের চির কুমারী করে রেখেছি, (তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে)তারা (হবে) সমবয়সের প্রেম সোহাগিনী, আয়াত:৩৫,৩৬,৩৭,সূরা:আল-ওয়াকী’আ।
“সেখানে (আরো রয়েছে) পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী” আয়াত:৩৩,সূরা:আন-নাযিয়াত।
৮| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
ডাঃ মারজান বলেছেন: ভাই দয়া করে একটু দেখুন, আপনার জবাব পেয়ে যাবেন।
https://www.youtube.com/watch?v=lJqy3upb5Tk
সঠিক তাফসির পড়ুন।
৯| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
রানার ব্লগ বলেছেন: বিনোদিত হইলাম !!! কামড়া কামড়ি করতে থাকেন, দেখি কে জেতে !!!!
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
মান্নান খান বলেছেন: আপনার কাছে কামড়া কামড়ি মনে হচ্ছে।আপনি সুশীল মনে হচ্ছে?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখাটি দুইবার দেয়া হয়েছে। ঠিক করে দিন।