নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোড়ল সাহেব

প্রভাষক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক এবং মুক্তচিন্তক

মোড়ল সাহেব › বিস্তারিত পোস্টঃ

কবিতা : দহন

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

চোখের তারায়
কার প্রেমে নামাও রূপো-গলা জ্যোৎস্নার নরম আলোক?
কার নামে ব্যাকুল প্রতীক্ষা আঁকো বিকেলের গায়ে?

কে সে ভাগ্যবান,
যার কপাল জুড়ে দৌড়োয় অমন সোনার হরিণ?
শুধু তার কথা ভেবে,
ঈর্ষার প্রখর উত্তাপে পুড়ে যায় আমার সমস্ত মদির বিকেল।

এই নির্মম অসহ্য-রূপ আর
খুনি চোখ নিয়ে আর কতকাল তুমি আমাকে পুড়িয়ে যাবে?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৪

অধীতি বলেছেন: কবিতা ও তার নাম বেশ মিল রেখেই করা হয়েছে। সুন্দর লিখেন আপনি। ব্লগ যাত্রার শুভক্ষণে স্মৃতি রেখে গেলাম। ব্লগ যাত্রা শুভ হোক।

২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৮

মোড়ল সাহেব বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইল। এভাবেই বাকি দিন পাশে দাঁড়ালে অনেক প্রেরণা পাবো

২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বাগতম।

শেষের প্যারায় দারুন বাস্তব ফুটে উঠেছে। এই দহনের মনে হয় শেষ নেই।

২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

মোড়ল সাহেব বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইল। এভাবেই বাকি দিন পাশে চাই। ভালোবাসা নিবেন

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং।
প্রথম পোস্টে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। ব্লগে আগামী দিনগুলো আরও মসৃণ আরও উপভোগ্য হোক কামনা করি।

২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

মোড়ল সাহেব বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: বাহ ! চমৎকার কবিতা লেখেন তো আপনি।
সামুতে আপনার পথচলা দীর্ঘ হোক।
হ্যাপি ব্লগিং।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০৬

মোড়ল সাহেব বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইল দাদা ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.