নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোড়ল সাহেব

প্রভাষক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক এবং মুক্তচিন্তক

মোড়ল সাহেব › বিস্তারিত পোস্টঃ

কবিতা : দুঃসময়

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৭

কী এক বিষম দুঃসময়ে বেঁচে আছি
এই দীর্ঘকালীন অন্ধকারে।
জলের মধ্যে, কাদার মধ্যে হাতড়ে ফিরছি--
উপড়ে নেওয়া চোখ, খসে যাওয়া জিহ্বা।

নৈঃশব্দ্য আর নিঃস্বতা সর্বস্ব হয়ে--
কী বিষম জ্বলে এই গোপন খাঁচায়।
ধুলোবালিতে লুটোপুটি খায় আমার বেঁচে থাকা।
কী বিপুল উল্লাসে মেতে উঠে ওই লুটেরার দল।
আমি উড়তে চাইলে স্বাধীনতায়,
আমার লুট হয়ে যায় ডানা।

নগরীর আঁস্তাকুড় হয়ে আছে কান,
এখানে ফেলে যাওয়া হয় মিথ্যার ভ্রূণ,বিগলিত শব।
যদিবা কখনো স্বাস্থ্যবতী হয়ে ওঠে দুয়েকটা সত্য,
অমনি তার দেহে পঁচন ধরে যায় চাটুকারিতার বিষে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩১

অধীতি বলেছেন: চাটুকারিতা প্লাস্টিকের মত কোন ক্ষয় নেই,দিনে দিনে সংখ্যা ও স্বাস্থ্যে অফুরন্ত হয়ে উঠতেছে।

২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১০

মোড়ল সাহেব বলেছেন: হ্যাঁ, শুভকামনা ও সুস্বাস্থ্যের অধিকারী হোন। আমেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.