![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যাওয়ার মত কত্ত জায়গা।
অথচ দ্যাখো,
আমি শুধু তোমার কাছেই যেতে চেয়েছিলাম।
যদিও অবগত আছি,
নদীও একদিন গুটিয়ে নিতে পারে নিজস্ব গতিপথ।
বিলুপ্ত হয়ে যায় একদিন সব সম্পর্কের নাম।
বস্তুত; যথার্থ মেয়াদ ও প্রয়োজন শেষে--
সব নগরই একদিন পরিত্যক্ত হয়, হয়ে যায়।
ব্যস্ত সড়কেও একদিন শ্যাওলা জমা স্বাভাবিক।
আদতে, প্রয়োজনই সেই অপাপবিদ্ধ স্রষ্টা, যার আয়ুর
সমান মেয়াদ নিয়ে জন্ম নেয় তার সমূদয় সৃষ্টিকুল।
২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫
মোড়ল সাহেব বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্য হয়ে গেল না? সম্ভবত পোস্টটি পড়েননি। তাই এরকম মন্তব্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৫
ডঃ এম এ আলী বলেছেন:
কামনা করি গন্তব্য সঠিক পথে কল্যানের দিকে ধাবিত হোক ।