![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বাসায় এসেই রমার উপর মেজাজ চড়ে আছে ! তরকারিতে ঝালদেয় মানুষ!উফ! এই ক্লার্ন্তির শেষ কোথায়? উত্তেজিত হয়ে উর্চ্চস্বরেই রমাকে ডাকলাম:-এই রমা,এই দিগে আসো তো কি করেছে তুমি, এত ঝালদেয়? তোমার মা ভালো করে রান্না শেখায়নি?
রমা: তরকারি রেধেছি আমি। আমার মাকে এখানে টান কেন? স্বামী তুমি তো ভালো মানুষ নও গো ।
-ভালো মানুষ থাকবো কি করে? বাইরে থেকে এসে দু’মুঠু ভাত মুখে নিতে পারবো না?
রমা: আমি কি ইচ্ছে করে করেছি ! সব-সময়তো পরিমাপ একরকম করা যায় না।
-যাবে না কেন?তোমার জিহ্ববা নেই ?মুখে নিয়ে দেখো নি?
রমা: দেখ এমন ব্যবহার করতে পারো না তুমি? রান্না করে তো দিই আর দিসে হয় না?
-মেয়ে মানুষ রান্না করবে না কি করবে?
রমা: রান্না করার জন্যই কি আমাকে বিয়ে করেছো?
-হুম।
রমা: তাহলে ঝি রাখলেই পারতে?
-তুমি কি মনে করেছো কিসের জন্য বিয়ে করেছি?
রমা: কিসের জন্য আবার ,প্রতিরাতে পাশে শুয়ে দেবতা জন্মদেবার চেস্টার জন্য ।
-তুমি দেবে দেবতা জন্ম?যে তরকারির মধ্য এত ঝাল দেয়!
রমা: সব ঠিক আছে, তুমি আমার মাকে তুলবে কেন?আমি ভেবেছিলাম আমার মা তোমার কাছে সন্মানের বিষয়।
-সরি,শাশুরিকে ওভাবে বলিনি। তাকে দেখা হলে বলতাম আপনার মেয়ে কে কি বানিয়েছেন!তরকারিতে এত ঝাল দেয় ।
রমা: কথা ঘুরিয়ো না ।
-কোথা ঘুরালাম।
রমা: তুমি আমার মাকে গালিঁ দিয়েছো। অপমান করেছো।
-না ,না রমা ও কথা বলবো কেন?
রমা: দেখ তুমি যদি আমার বাবা-মাকে নিয়ে নোংরা ভাবে উপস্থাপন করো, আমি কিন্তু পরবর্তি সময়ে তরকারিতে ঝালের পরিবর্তে বিষ মিশিয়ে রাখবো।
-পারবে তুমি আমাকে মেরে ফেলতে ?
রমা: পরের মাকেই তো গালি দিচ্ছো ! পারবো না কেন? আমি তো পরের ঘরের মেয়ে, পারবো, পারবো ।
-রমা আমি এমনি বলতে চেয়েছিলাম। তুমি অল্পতেই এত সিরিয়াস হয়ে যাও কেন? এত পার কি করে ?
রমা হেসেঁ বললো: আমি সব পাড়ি, হেসেঁ যেমন তোমার পাশে শুতে পারি আবার তোমার গালায় আঙুল ঢুকিয়ে দিতে পারি, ঐ যে বললাম না আমি পরের ঘরের মেয়ে ! আমার সাথে লাগতে এসো না ।
-আমি কিছুক্ষন নিশ্চুপে রমাকে দেখলাম,রমার অগ্নিমুখি চাহনী রাগ এখনো কমেনি তাই আমি আর কথা বললাম না একটু নীরব হলাম। রমা কিছুক্ষন একা একাই আমাকে নানা ভয় দেখালো ,-ওর কোন মামা নাকি আওয়ামীলিগ করে+ডাকাত ইত্যাদি ইত্যাদি ভয় দেখায় ।
©somewhere in net ltd.