![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বিভার' মুখের দিগে তাকিয়ে বললাম....তোমাকে দেখে মনে হয় , কাল সারা রাত ফ্রক পরে- শিশুটির মত ঘুমিয়েছো ! না .নানা কোন পাপ নেই তোমার , চোখে কোনায় কালি নেই !.অথচ সারা রাত জেগে পার্টি , গান ,গল্প দিয়ে সবাইকে মাতিয়ে রাখলে! আজ সকালেও তোমায় কোন ক্রান্তি দেখাচ্ছে না..অথচ সবাই রাত জেগে মরার মত পড়ে আছে..কিন্তু তুমি! এই সব তুমি কিভাবে ঘটাও 'বিভা '.?.। এমন কি জীবনী শক্তি আছে তোমার কাছে যা আমাদের নেই?.......তারপর ' বিভা' খিল খিলিয়ে হেসে সমস্ত কথা উড়িয়ে দিল..কিন্তু ওকে বুঝলাম না আজও , জীবনের কত রঙ যে ওর মাঝে তা দেখলে বিশ্বাস করা যায় না ..
©somewhere in net ltd.