নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

রাধা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

গতকাল রাত্রিরে না খেয়েই ঘুমিয়ে গিয়েছিলুম । রাধা দেয়া এক পেয়ালা কফিঁ খেয়েই ঘুম! কিন্তু ঘুম আর চোখে নাই ।
ঘুম সকাল ভাঙ্গলো সঙ্গিতার ফোন পেয়ে । ওর হাজবেন্ডের সাথে ঝগড়া করেই , আমার উপর তেজ দেখাচ্ছিল মনে হয় ।
ফোন করেই চিৎকার করে বলছে: তোর নাম মানুষ কেন? না তোর নাম মানুষ হতে পারে না! মানুষের নাম আবার মানুষ হবে কেন? এরপর বলতেছে-দুই-ঘন্টার মধ্য জিগাতলা আসবি ! তোকে আমি বিয়ে করবো !
আমি বললাম সঙ্গিতা তোর কথাতে আগা-মাথা কিছুই বুঝলাম না! বিয়ে করবো মানে?
সঙ্গিতা: কেন ? আমাকে বিয়ে করতে অসুবিধে আছে?
আমি: বুঝেছি, শাওনের সাথে ঝগড়া করেছিস?
সঙ্গিতা: আমি যেটা বললাম, সেটা করবি কি না বল !
আমি: সঙ্গিতা, এতদিনে আমার দিকে তাকালি! বেশ ! তবে বিয়ে করারই দরকার কি ,আমার বাসায় ডাইরেক চলে আয় না ।
সঙ্গিতা: না ,বিয়ে করবো তোকে ।
আমি: আমার কাছে বিয়ে করার টাকা পয়সা নেই, এখন খুব বেকার । আপাদত এমনি চলে আয় , পর থেকে -টেকে যদি সন্তান-টন্তান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পর বিয়ে করে নিলাম, বিয়ে এমন আরকি । একটা কাগজপত্র মাত্র, ওটাতে আর বিশ্বসাস নেই । ওটা যদি সঠিক হতো তোদের স্বামী -স্ত্রীর সম্পর্কও সুন্দর হতো ।
সঙ্গিতা : আসলে শাওনকে একটা শিক্ষা দিতে চাই ।
আমি: দ্বিতীয় বিয়ে করে শিক্ষে?
সঙ্গিতা: হুম ।
আমি: আরেকটা কাজ করতে পারিস ?
সঙ্গিতা: কি?
আমি: আমার কাছ থেকে পাম নিয়ে সন্তানের মা হয়ে, শাওনের সন্তান বলে চালিয়ে দিতে পারিস এটাও একটা শিক্ষা হয় ।
সঙ্গিতা: ভালইতো , বিয়ে করতে চাও না কিন্তু সন্তানের বাবা হতে চাও ।
আমি: বাহ! ওকে শিক্ষাই না দিব ।
সঙ্গিতা : তোকে যদি কাছে পেতাম মাথা ভেঙ্গে দিতাম ! এত সুরসুরি তোমার ।
আমি: সাহার্য্য করলেও দুষ !
সঙ্গিতা: এরপর চুমু খেতে আসিস আমার কাছে ! জিবে এমন কামড় দিয়ে দিবো নে! পর বুঝবে !
আমি: চুমুই তো দিস, আর তো কিছু পারিস না ।
সঙ্গিতা: এই যে হারামি, তোর কথা সব কিন্তু রেকর্ড করে রেখেছি ! রাধাকে যদি বলে দিই ।
আমি: রাধা কে বলবি! হাহাহাহা
সঙ্গিতা: হাসলি যে ।
আমি: রাধা জানে , কৃঞ্চের অনেক অনেক গোপী আছে ।
সঙ্গিতা: ছিহ! তুই কি পুরুষ বেশ্যা? এতগুলো কারো থাকে!
আমি: ছিহ ! এটা বলে না, জাস্ট মজা করলাম ।
সঙ্গিতা: সেটা তো জানি ।
আমি: হুম ।
সঙ্গিতা : এই যে শুন না ?
আমি :বল ।
সঙ্গিতা: কি শুনি এসব ?
সঙ্গিতা: তুই নাকি আমার বোন স্বপ্নার প্রেমে পড়েছিস ।
আমি: পড়েছি তো ।
সঙ্গিতা: ভালই তো খেলা শুরু করেছো !বড়বোনকে চুমু খাও আর ছোট বোনের প্রেমে পড়ো ।
আমি: সঙ্গিতা তুমি তো আমার জীবনে আসনি! ঠিকি তো এক সময় খুব বড় বড় কথা বলতে । এখন মানো না কেন বড় লোকের ছেলেদের একটু আকটু -আলুর দুষ থাকে । নাহ , স্বপ্নার সাথে তেমন কিছু নেই । যেটা ছিল তোর সাথেই । তোকে এখনো ভুলতে পারি না । সত্যিই বলছি তো- যদি পারিস কখনো চলে আসিস । জানি আসবি না । জাস্ট হালকা হওয়ার জন্য -এগুলো বলছিস । ওকে ভালো থাক -এই বলে ফোন রেখে দিলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.