নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

শিখা

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

তুমি বলেছিলে বলেই -নদীটির রঙনীল । মেঘদুপুরের কুয়াশার হাতছানি আর বকুলফুলের চালা । রামধনুর ,শেষ বিকেলে তুমি এসেছো , এত শীত পড়েছে যে- বরফপাত হৃদয় উপর , বার বার নাক দিয়ে গড়িয়ে লেমনের মত জল পড়ছে । তুমি পৃথিবীর শেষ ঠিকানা ১০০ বছরের নির্মল করা ইতিহাস ।
আসবে বলে -নিজেই গড়ি পুতুল সংসার ।

শিখারা আজ অনেকদিন পর আমাদের বাড়ি আসলো । শিখারা বলতে ও ,আর ওর মা । শিখা আমার কাজীন হয় । অনেক পিটে-পিটির জীবন ছিল আমাদের এক সময় । শিখা বাসায় আসলো, প্রায় এক ঘন্টা হলো -একবারও ও আমার রুমে আসলো না বা আমিও ওদের আসা শুনে বের হয়ে যেয়ে কথা বলিনি । শিখা আমাকে তুই করেই কথা বলতো কিন্তু সাথে দাদা শব্দটাও বলতো । কলেজে উঠে শিখার বিয়ে হয়ে যায়,-এক বছর না যেতেই আবার ডির্বোস , ডির্বোস শিখার পক্ষ থেকেই , কোন কারণ জানি না ।
যেদিন শিখার বিয়ে ঠিক হয়েছিল শিখা আমাকে ফোন করে বলছিল-দাদা আমার বিয়ে হয়ে যাচ্ছে? এরপর আমি ওকে কোন সদউত্তর দিতে পারিনি । জানি না শিখা আমার কাছে অন্য কিছু বলতে চেয়েছিল কিনা তবে এটাতো জানি শিখার সাথে আমার কোনদিন প্রেম ছিলনা-মানব,মানবীর যে প্রেম । বিয়ের পর ওকে আর আগের মত আন্তরিক দেখিনি ।

চাচীঁ মারা প্রায়ই বলতো বিয়ের পর বউ পেলে ছেলেরা পরিবর্তন হয়ে যায় , কিন্তু শিখা তো আমাদের ঘরের মেয়ে ওর কি হলো ।
সবচেয়ে বিষাদের লাগে কেউ যদি ঠিক মত কথা না বলে ।

( অসমাপ্ত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.