নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

ডাইরীর জানালা ২

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

যা হারিয়ে যাই, তা কখনো কোনদিন ফিরে আসবে না । যা ভেতর থেকে পেতে চাই সেটাই বহুদুরে চলে যায় । আত্মার সাথে-চাওয়ার আর মিল থাকে না । আত্মা তাই বহুদুর । সেই কবে থেকে পালিয়ে বেড়াচ্ছি যেন , কি যেন প্রকাশ করে ফেললে অনেক লস হয়ে যাবে । কি এমন? অর্জন? কোনদিন ছিল সেটা? মনে হয় না । সব হারানো সুরে গাথাঁ ।
পরিবার ,বন্ধুত্ব আরো অন্যান্য সম্পর্কগুলো থেতিয়ে যাচ্ছে । সব জ্বলে যায় কেন? কে জানি একদিন বলেছিল- মানুষ তুই কোনদিন সুখি হবি না । আসলে আমি হেরে গিয়ে সুখে থাকতে চাই না , ঢাকা শহরে কিছু না করে এমনিতেই টিকে থাকতে পারবো হয়তো! কিন্তু আমি যা চাই ? কিছুতো হবে! কিন্তু সেটা এতো দেরিতে হবে যে পাওয়ার আর আনন্দ থাকে না । সময় মতো করে যদি পাই-কিছু একটা অর্জন হয় ।
নি:শ্বাস নেবার জায়গাগুলো মুছে যাচ্ছে । যেখানে শেষ আশ্রয়স্থল আমরা ভাবি সেটাই এখন আমার কাছে জাহান্নাম । আমার বন্ধু রুশাদ একদিন বলেই ফেললো- ওখানে থাকিস কি করে? এত এত মৃত মানুষের ভেতরে থাকা জায় নাকি? মৃতপ্রাণগুলোতে প্রাণ দেয়াই এখন অন্যায় । ছোটবেলা-কোন ভুল কিছু করলে, শুধরে না দিয়ে কয়েকদফা পিটিয়ে নিত -পিটিয়ে যখন সমাধানের বা আমার ভুল ধরিয়ে দিত আরো জিদ হতো, আসলে শরীর তো -আঘাত পেলে কষ্ট লাগে । স্কুলের টির্চার অঙ্ক টির্চার সারাক্লাস টেবিলে হাত রেখে ঘুমুবে আর ঘন্টাবাজার পর কিছু হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ সেও পির্টাতো অঙ্ক না করে নিয়ে গেলে -কিন্তু কোনদিন হাত ধরিয়ে অঙ্ক শিখাতো না । শাস্তি কেন? শাস্তি না দিয়ে কি শুধরানো যায় না?

পরিবর্তন মন থেকেই দরকার । কারো কষ্ট দেখে ,সুখ নেয়াটা আমাদের সমাজে আজও প্রচলিত আছে । বার বার হোচটঁ খাওয়ার নাম পরাজয় ?সেই তো হোচটঁ খেয়েই যাচ্ছি, এই দেশ আর স্বাধীনতা নেই । হৃদয় থেকে পরাধীন । বার বার পরাজিত হবো জন্মায়নি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.