নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

রমা

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫



"বই -এর পাতায় পড়ি রমার প্রেম,
আর কখনো বা পড়ি,
রক্তের অন্ধকারে নুতন জীবনের স্বপ্ন;
উপরে মেঘ,
আর চিরকালের স্থায়ীত্ব গম্ভীর আকাশ ।"

রমাঃ তোমার লেখা, এটা ?
-উপস!
রমাঃ তোমার ?
-না ,সমরদার । শুধু লাবন্যর পরিবর্তে রমা লাগিয়েছি ।
রমাঃ নিজের স্ত্রীকে নিয়ে নকল করে কবিতা বলো কেন? নিজে লিখতে পারো না? মা ঠিকি বলতো পুরুষমানুষেরা বোকাই হয় ! কোনদিন কোন কাজ ঠিক মত করতে জানে না,নারীকেই সব সামলাতে হয় ।
-কেন রমা আমি কি তোমার কোন কাজ করে দেই না? ঐ দিনও দেখলাম মেঘলার মাকে বলতেছো -আমার স্বামী খুব অলস! আপিস করে এসে, ল্যাপটব বা ম্যাগাজিন -বই পত্রর নিয়ে সারাদিন বসে থাকে ।
রমাঃ ঠিকি তো বললাম, পুরুষমানুষ সারাদিন ঘরে বসে থাকলে কি চলে ? একটু যদি খেয়াল হতো তোমার? কাচাঁ বাজার পযর্ন্ত আমাকে করতে হয় ।
-আজকাল তো, ভেন দিয়েই বাজার নিয়ে আসে, ওখান থেকে কিনলেই হয়? এরজন্য কি বাজারে যেতে হবে নাকি ।
রমাঃ যেতে হয় যেতে হয় ,একটু -আকটু করলে ক্ষতি কি ?
-আসলে কি জানো, আগে থেকে অনেক ক্লান্ত হয়ে গেছি,বাসে করে আসতে সময় বাসেই ঘুমিয়ে পড়ি, ঘরে এসে আর বের হতে মন চায় না ।
রমাঃ ক্লার্ন্ত-তুমি কত দুর ?
-ক্লার্ন্ত অনেক দুর !
রমাঃ কি করে জানলে?
-কবিতা শুনবে?
রমাঃ তোমার?
-হুম।
রমাঃ তাহলে বলো ।
-" ফিরে এসো উর্বশী,
নির্মল কচি শীত দুপুরের প্রেম নিয়ে ,
যতদিন পৃথিবীর শিশির ঘাসেই মুছে যাবে,
ততদিন বিক্ষিপ্ত জীবন,
তোমাকে চাই রক্তের কান্নার ভেতর শান্তনার ঘুম পাড়াতে,
তাই মনের জানালায় সারাদিন ------"

রমাঃ বাহ, বেশ বলেছো তো ।
-ধন্যবাদ ।
রমাঃ উর্বশীটা কে? আমার সতীন নাতো?
-হুম , তোমার সতীন?
রমাঃ কোথায় থাকে ও দেখতে কেমন?
-ও থাকে কাছেই, আর দেখতে আপেলঁ রঙের মত ।
রমাঃ ওকে আমার চেয়ে বেশি আদর করো বুঝি?
-হুম, গতরাতেও ওকে চুমু দিতে গিয়ে জিহ্বায় কামড় দিয়ে ফেলেছিলাম! তাই সকালে উঠে কিছুক্ষন চিৎকার করছিলো ,ওর চা খেতে যেয়ে জিহ্বব্বা জ্বলে যাচ্ছিলো বলে ।
রমাঃ থাৎ-,তুমিই আসলেই অবুঝ । এই বলে রমা চলে গেলে,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.