![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৌষের অপরাহ্নে মেঘদীঘি,তালপুকুর ,বাবলার বন, পুরনো আমবাগান আর ঘেটুফুলের সজীব ঘুমন্ত ঘ্রার্ণ জেগে উঠেছে । কখনো কোনদিন নিজেকে ভালোবেসেছিলাম বলেই -,মেঘলায়,ছায়ায় রাজপরীদের মিথগুলো একালেও বসন্তগান গেয়ে যায় । শুধু বয়সের সাথে সাথে দুরত্ব বাড়ে শরীর থেকে শরীরের, সবই আনুষ্ট্রানিকতা মাত্র?মলিনাদের বারান্দা থেকে আমাদের বারান্দা এখন চড়ুই পাখিদের উৎসব ,স্পর্শ না পড়তে পড়তে জল জমে যায় ,ক্লেদ,অহমিকা,আত্ম-অভীমানগুলো শীতরাতের মৃদু হাওয়া হয়ে শূন্যতায় । তুমি দেখবে বলেই-তবু অন্তহীন রাজ দিগন্ত ।
এক মহাকাল অপেক্ষমান------------------,
একদিন হঠাৎ ঠিকি দরজায় কড়া নেড়ে বলবে: " মানুষ, আবার আসলাম একটু দরজা খোল "
©somewhere in net ltd.