নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

উন্মাদ চুমু । ১২+

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

জানো, আমাদের সেজো কাকা আামকে খুব আদর করতো । আমরা যখন গ্রামে থাকতাম, সে তখন উপশহরে কাজ করতো , মাসে দুয়েক বার আমাদের বাড়ি আসতো, শক্রবার করে । সে আসলে কত ধরনের খাবার যে নিয়ে আসতো, সে সময় সব জিনিসের রুচি ছিল মুখে । এখন যে আর তেমন খেতে পারি না ।

-আমি আগে প্রচুর মিষ্টি রসগোল্লা খেতে পারতুম । এক বসায় বসে এক কেজি শেষ করে দিতুম ।
রমাঃ ওমা! এক কেজি? গোল মারছো তুমি ! এও কি সম্ভব ?
-সম্ভব, সম্ভব ; ঐ যে বললে , না মুখে রুচির কথা । সেটা আমারও ছিল ।
রমাঃ জানো , আমাদের এলাকায় এক লোক ছিল, রমন মন্ডল সে এক কেজি গুরুম মাংস খেতে পারতো, কি যে মোটা পেটছিল তার ।এলাকায় কারো বিয়ে হয়ে তাকে নিয়ে যেত, বিয়ে বাড়িতে খাবারের সর্ট ফালিয়ে , তাদের লজ্ব্যা দিত । (গ্রামীণ মানুরা , কাউকে বিপদে ফেলি মজা করতো তখন, এটাকে অনেকে বলতো ঠাট্টা করা )
-হুম , আগে আমিও অনেক খেতে পারতুম । ছোট্ট ছোট্ট মুরগীর বাচ্ছা , একাই জবাই করে খেয়ে ফেলতুম ।
রমাঃ ছোটছিল, তাই পারছিলে , এখন তো তোমার খাবারের প্রতি কোন লোভ দেখি না ।
-কেন, খেতে পারি না?
রমাঃ কোথায়, দেখি নাতো তেমন ।
-ঐ যে রসগোল্লার রসের মত নিঙড়িয়ে নিঙড়িয়ে খাই ।
রমাঃ কিসের কথা বলছো?
-চুমুর কথা ।
রমাঃ বাতেলের মত কথা বলো কেন? কোথা থেকে কোথা আসলে তুমি?
-তুমিই তো বলতে ওটা খেলে আমার বড় অসুক হবে ।
রমাঃ ইস!
-কতযে তোমাকে বলি এত গাঢ় করে, ঠোঁটে লিপিস্ট্রি দিও না, সব তো আমার পেটে চলে যায় ।
রমাঃ কোনদিন লিপিস্ট্রিক মুছার সময় দিয়েছো?তার আগেই তো---।
-লিপিস্ট্রিক আছে, এজন্যই ঠোঁট দু'টোকে বরাবার কচি আপেল মনে হয় ।
রমাঃ আপেল? আপেল রঙ বলতে পারো?
-হুম, আপেল রঙ ।
রমাঃ আমি খাই অন্যকিছু,সেটাও লাল ।
-কি,সেটা?
রমাঃ শীতে তোমার ঠোটঁ ফেটে যায়,বেশিক্ষন চুমে খেলে রক্তও বের হয় , আমি যে তোমার ঠোটেঁর গরম লাল রক্ত খেয়ে ফেলি ! অনেক স্বাদ সেই রক্তের । আমি কেমন করে খাই জানো?
-কেমন করে রমা?
রমাঃ আলতোভাবে ঠোঁটে চুমুক দিয়ে , তোমার ঠোঁট থেকে রক্ত চুষে নিয়ে আস্তে করে ভেতর ঢুকিয়ে দিই !
-কোথায় আমি তো টেরপেলাম না ?
রমাঃ তোমাকে জানতে দিইনি কোনদিন, যদি জেনে ফেলো রক্ত খেতে না দাও ।
-আমার রক্তের স্বাদ কেমন?
রমাঃ হাহাহাহ, না না সেটা বলবো না ।
-রমা , প্লিজ বলো না ।
রমাঃ বললাম তো, বলবো না ।
- একটু বললে কি হয় ?
রমাঃ সব বলতে হবে কেন?
-তুমি একটা মশা !
রমা: মশা কেন?
-মশারও আমার রক্ত পছন্দ ।
রমাঃ তবে ,তাই । তোমার রক্তে একটা ভিন্ন স্বাদ আছে, একদম আলাদা ফ্লেবার -শ্যাম্পেনের মত কিছুটা -একটু খেলেই উন্মাদের মত নেশা ধরে যায় । আমার রক্ত খেয়ে দেখিছি কোন স্বাদ নেই ।
-রমা তুমি ভাম্পায় হয়ে যাচ্ছো,রক্ত খাচ্ছো তুমি ।
রমাঃ হুম, আমি আরো খাব তোমার রক্ত, ঐ যে বললে না -নিঙড়িয়ে খাওয়া ! ওভাবেই খাব ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

টোকাই রাজা বলেছেন: হজম শক্তি ভাল থাকলে খান, নইলে আবার................. :P :P

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০

মানুষ আজিজ১ বলেছেন: ও পারবেই

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাপরে ! রমা ভয়ংকর !! B:-) B:-)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১

মানুষ আজিজ১ বলেছেন: অনেক ভয়ংকর

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

রসায়ন বলেছেন: :-P :-P

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১

মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.