নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

দিবালোক

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩০

-"প্রহর শেষে যেদিন দেখা চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ "

রমাঃ কি আজব ! কি আজব! চৈত্র মাস কোথা পেলে? এ যে পৌষমাস ।

-"বর্ষা নেমেছে বাইরে নিমরাত, বৃষ্টিতে নিমফলের তেতো গন্ধ, পাচঁ ছটি রুক্ষদিন পার করে,হঠাৎ মাছ ফুল আনারসভর্তি থলি হাতে সুদীর্ঘ সন্ধ্যার মতো এসে দাড়ালেঁ তুমি "

রমাঃ এই স্বামী ! এ কি বলছো তুমি ? আমি কবে থলে হাতে দাড়ালুম? আমাকে কি ভিক্ষুক বানালে তুমি ? সত্যিই বলতো কি হয়েছে তোমার ? গাজাঁ খাওনি তো ?

-রমা আমাকে গাজাঁ খুর বললে তুমি ?

রমাঃ খেতেও তো পারো ! শাহবাগ,গাজাঁর হাটঁ,ছবির হাটেঁ তো যাও -ড্রিংস যেহেতু করো ওটা ধরতেও আর ক্ষতি কি? শুনতে চাইলুম তেমন কিছু খেয়ে এসেছো কিনা ? খেয়ে আসলে বলে ফেল-ক্ষমা করে দিব ! আজ আর বিছানা আলাদা করবো না ।

-নাগো রমা। কিছু খাইনি । শ্যামলদা দু'মুঠো পান্তুয়া খাওয়ালো ।

রমাঃ পান্তুয়া খেলে নেশা হয় শুনিনি ।

-তাই আর বলি কি । জটিলতা রসায়নের ভেতর ।

রমাঃ একটা কবিতা বলো না ?
-আমার ?
রমাঃ তোমার ইচ্ছে ।

-তাহলে শুন ।

রমাঃ বলো ,শুনচ্ছি ।

-" আধার এসেছিল বলেই এই আয়োজন, তুমি বলবে - কি আয়োজন? আমি বলবো -ঘুমুবার ! ঘুম কই, চোখ বুঝে পড়ে রই । প্রভাতে লাল রাঙা চোখে টের পাবে , ঘুম হয়নি ! তুমি বলবে - কেন হয়নি? আমি বলবো-,ঐ যে মুক্ত শরীরে ইচ্ছে মত চুমু দিতে পারিনি "

রমাঃ তুমি কবিতা বললে এটা ?

-হুম, কেন তোমার মনে হয়নি কবিতা এটা ?

রমাঃ কবিতা এমন হয়, কোন ছন্দের মিল নেই ।

-কে বললো মিল নেই । আমি অক্ষর বৃত্ত ছন্দে কবিতা বানাই ।

রমাঃ তোমার মাথা !

-" মহাকাল অন্তহীনতার পর,
শেষ বর্ষ এসে ধরে নিয়ে গেছে অবসাদে,
যেমন কাদার অতলে ছিল ,আমাদের পূর্ব মানব,
আমরাও সেই পথে,
দিবালোকালে "

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০২

রুদ্র জাহেদ বলেছেন:

খুব ভালো লাগল
+++

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতায় ভালো লাগা থাকলো । সাথে +

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

কল্লোল পথিক বলেছেন: বাহঃ বেশ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.