![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে আমরা একটা ছকেঁর মধ্য আটকে ফেলি, তাতেই যৌবনের উন্মাদনাগুলো আটকা পড়ে যায় , আর সাংসারিক কান্নার রঙ জানালা দিয়ে মুক্ত আকাশ খোজেঁ । রৌদ্দুর ,পাখি ,হাওয়া কলমী শাকের ভেতর ভিটামিন ডি খুজেঁছিলাম । সামান্য সাংসারিক আড়ি সবার ভেতরই থাকে যেমন রমার সাথে রোজ আমার তেল,সাবান,নুন,ময়লা কাপড় নিয়ে ঝগড়া হয় । তবে ঝলমলে আবার নতুনত্ব তৈরী হয়ে যায় , বিষান্নতাবোধ কোথা থেকে যে কোথায় চলে যায় ।
প্রায়ই শান্তনার ভেতর নির্জন হয়ে মাঝে মাঝে জানালা দিয়ে উচু তালা থেকে সমস্ত বনেদী আবাস দেখি, ধূসর হয়ে যায় সব ! তোমাকে দেখানো ছোট্ট শালিকের বাসাও আর নেই । মহানগর আমাকে যা দেখায় তাই দেখি । মহাকবি গ্যেটের ভাষায় :-With an eye that can feel, with a hand that can see
(মানুষ আজিজ )
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: মহানগর আমাকে যা দেখায় আমি তাই দেখি- তবুও বলি মনের নগর যে চোখে দেখতে চাই সে ভাবেই দেখি।
ভাল লাগল ।