![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর শ্যামা ভার্সিটিতে দু'বছর প্রেম করে বিয়ে করেছিলাম । বিয়ের পর আমাদের প্রেমটা কোথায় যেন হারিয়ে গেল, বিয়ের এক বছর পর এক ছেলে সন্তান হলো । শ্যামা আগে থেকে একটু মোটা হয়ে গেল, কেন জানি ওর কাছ থেকে আকর্ষনটাই কমে গেল । এক সময় সম্পর্ক ,ঝগড়া বিষাদ ছিল যে, আমরা যেন একজন আরেকজন কে ছেড়ে দিলেই বাচিঁ । আরো দু'বছর পর তাই হলো । শ্যামা তালাক দিয়ে চলে গেল আমার অত্যাচার মানতে না পেড়ে ।
পর শ্যামার অন্যজায়গায় বিয়ে হলো । আমারও আরেকি বিয়ে হয়েছিল এটা পরিবারের মতই সেটাও টেকেনি । ছেলেটি যখন বড়ো হলো, ভালোস্কুলে দেবার জন্য শ্যামার সাহার্য্য নেব কখনো ভাবিনি । শ্যামা মাঝে মাঝে এসে সন্তানকে দেখে যায়, প্রতিমাসে ছেলের স্কুলের টাকার চেয়ে বেশি পাঠায় !ও হয়তো টাকা দিয়ে আমাকে সাহার্য্যই করছে , প্রকাশ্য না বললেও বুঝি । অথচ একদিন, শ্যামা কত অত্যাচারিত ছিল আমার কাছে । একদিন শ্যামাকে বলেই ফেলাম এখন তুমি তো আমার কেউ না , এত করো কেন ? শ্যামা একটু হেসে বললো- তুমি যে আমার প্রথম সন্তানের বাবা ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
গল্প হলে সাধারণ; আপনার জীবনের ঘটনা হলে, আপনার জন্য স হানুভুতি