![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলিমা আমার কাছে এক সচ্ছ জলের নাম । কুয়াশামাখা এক নস্টালজিয়া , শীত সকালের খেজুর রসের হারিয়ে যাওয়া ঘ্রার্ণ যা আজও নাকে লেগে আছে । নীলিমা আমার কাছে তেমনি একজন । আজ প্রভাতে যে নীলিমার খুজে বের হয়েছিলাম , শরীর ছাড়া ও ভিন্ন নীলিমা যেখানে আর নি:শ্বাস পাওয়ার যায়গা নেই । শীত চাদর মুড়ি দিয়ে ওর পাশা-পাশি হেটেঁছি ,নীলিমা টের পায়নি । অনেক মন চাচ্ছিলো ,মুখ থেকে চাদরটা সড়িয়ে বলে ফেলি - এই নীলিমা ,শীতে তোমার ঠুট ফেটেঁ গেছে গো একটু লিপজেল লাগিয়ে দিব । পরক্ষনেই মনে হলো নীলিমা এখন আমার কেউ না, আমি এখনো পূর্বের নীলিমাকে মিস করি আজকের দেখা নীলিমাকে নয় । বেচেঁ থাকুক নীলিমা ওর সাংসার জীবনে আকাশের নীল হয়ে ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।