![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছরের চৈত্রমাসে রমাদের গ্রামের বাড়ি গিয়েছিলুম । শুকনো মৌসুম তবু্ও নদীভরা জল ছিল, স্নান করে যখন পাড়ে ভিড়েছিলুম রমার বড়ভাবী আমাকে দেখে বলেছিল- এই মানুষ , তোমার শরীর ভরা এত বালি কেন? তখন জানতুম না যমুনার জলে এত বালি থাকে । ফের আমাকে স্নান করতে হলো গ্রামীণ পুকুড়ের জলে , ফের রমাই রাগ করলো শ্যাওলা পড়া পুকুরের জলে সবুজ হয়ে গেছিলুম বলে । অথচ এই আমরা কত সবুজ হতে চাই, সত্যিকারের সবুজ হলেই যত সমস্যার ।
©somewhere in net ltd.