![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাসার উপরতলায় এক বাড়াটে এসেছে , মা ও মেয়ে । মেয়ে অনেক ছোট ছয় কিংবা সাত হবে আর ওর মা আমার সব বয়সী হবে হয়তো । মনে মনে ভাবলাম সে সম্ভবত ডির্বোসী , এবং তাই হলো । সারাদিনের ব্যস্ততা শেষে যখন ছাদে নাটাই নিয়ে গেলাম বিকেলে তখনি তার সাথে কথা হলো তার নাম দীপিতা একটি প্রাইভেট এনজিও তে কাজ করে । ডির্বোসীদের কাছ থেকে সব -সময় একটু দুরে থাকতেই চেস্ট্রা করি তারা বার বার আমার জীবনে এসেছে রঙধনু ছিটিয়ে , যাবার বেলা বদনাম রটিয়ে গেছে । অবশেষে তাই হলো- আরেক বিকেলে সে আমাকে সন্ধ্যার পর চায়েঁর নিমন্ত্রন্য করলো , ভদ্রতার খাতিরে গেলাম তার বাসায় । গল্পো করতে করতে সে তার ইচ্ছে- অনিচ্ছার গল্পও করছিলো এবং রাতের ডিনার সাজালো । ডিনার শেষে কফির পেয়ালে তারপর ঠুট- কন্ঠে অমল মিত্রের রোমান্টিক কবিতা ।
কবিতার মুগ্ধহয়ে দীপিতাকে বললাম- আমার একটা বদনাম আছে জানেন আমি খুব দ্রুত নারীদের প্রেমে পড়ে যাই । দীপিতা খিল খিল শব্দতুলে বললো- তাহলে হলেই তো । আমি বললাম মানে :- ক? কি আশ্চার্য্য ।
দীপিতাঃ মানে বলছিলাম আমার মেয়ের দায়িত্বটা নিয়ে নিন তাহলে ।
আমিঃ না না, আমি এখনি ওগুলো ভাবছি ।
দীপিতাঃ না বলছিলাম যে, আমি তো জব করি ওকে যাস্ট স্কুল থেকে যদি নিয়ে আসেন , খুব উপকার হয় । আমার ফিরতে তো বিকেল হয়ে যায় ।
আমিঃ এত দ্রুত দায়িত্ব দিচ্ছেন যে? আপনার মেয়েকে নিয়ে যদি বিক্রি করে দিই । আমাকে ছেলে ধরা মনে হয় না ?
দীপিতাঃ নাহ, আপনার চোখের ভাষায় তা বলে না ।
আমিঃ আপনি চোখের ভাষা বুঝতে পারেন?
দীপিতাঃ কিছু কিছু ।
আমিঃ বাহ !
দীপিতাঃ তাছাড়া-----।
আমিঃ তাছাড়া কি?
দীপিতাঃ মেয়েটির সুন্দরী মা থাকতে , ছেলে ধরা সাজতে হবে কেন?হাহাহাহা ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: আমার একটা বদনাম আছে জানেন আমি খুব দ্রুত নারীদের প্রেমে পড়ে যাই ...... সরল স্বীকারোক্তি।
++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
আলী বলেছেন: ডির্বোসীদের কাছ থেকে সব -সময় একটু দুরে থাকতেই চেস্ট্রা করি তারা বার বার আমার জীবনে এসেছে রঙধনু ছিটিয়ে , যাবার বেলা বদনাম রটিয়ে গেছে
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
মানুষের কপাল, বাংলাদেশের মতো বড়