![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-দুর্বল পুরুষদের ওপর নারীদের একটা প্রভাব খুব বেশি কাজ করে, যদি নারীটি সুন্দর হয় তাহলেই তো কথাই নেই ! যেন তারা আকাশের চাদঁ পেল ।
আমিঃ রমা, এটা কি তুমি আমাকে ইন্ডিকেট করে বললে?
রমাঃ যদি বলে থাকি মিথ্যা কি হবে?
আমিঃ না এটা তুমি বলতে পারো না ? তোমাকে সন্মান করি বলে এত নিচে নামাবে কেন?
রমাঃ গায়েঁ লেগেছে বুঝি ।
আমিঃ হুম ।
রমাঃ তোমাকে বলিনি , এমন অনেক আছে । সুন্দরী নারী বলেছে মানে স্বয়ং ইশ্বরী যেন বলেছে , বিষয়টা এমন হয়ে যায় কোন সময় ।
আমিঃ যেমন?
রমাঃ নারীদের ধোকা দেবার জন্যই ব্যাবসায়ী পুরুষরা নারীদের ব্যবহার করছে , এটা সবখানেই । সিনেমাতেই দেখনা -পুরুষের চেয়ে নারীরা নগ্ন হলেই সেটা সমালোচিত, এমনকি বিভিন্ন কনসালটেসি ফার্মে দেখবে নারীদের যাতে পুরুষরা দ্রুত আয়ত্বে চলে আসে । বিমানবালা নারীরা যাতে পুরুষরা রোমাঞ্চিত হয় । এমন আরো অনেক জিনিস আছে যা শুধু শরীরের কারনেই বা সুন্দরের কারনেই পাধান্য দেয়া তা কোন গুনের কারনে নয় ।
আমিঃ রমা , সুন্দর কি গুন ?
রমাঃ না । যেটা তুমি চেস্ট্রায় অর্জন করবে সেটাই গুন । জন্মগতভাবে চামড়া সুন্দর হওয়া কোন গুন নয় । তবে চামড়া সুন্দর হওয়াটা একটা পজেটিব দিক হয়ে গেছে নারীদের জন্য, এটা ধরে নাও না এটা সুন্দর হওয়ার জন্য অসুন্দর নারীরা কত কত ক্রিম মাখছে আর শত শত প্রতিষ্ট্রান চলছে কিন্তু কিছু কি হয়েছে ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬
তার আর পর নেই… বলেছেন: চামড়া সুন্দর হওয়াটা ঈশ্বর প্রদত্ত সুবিধা ( আমাদের বাংলাদেশের জন্য বেশি)
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
বিজন রয় বলেছেন: জন্মগতভাবে চামড়া সুন্দর হওয়া কোন গুন নয়, বটে!!
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪
জনৈক অচম ভুত বলেছেন: জন্মগতভাবে চামড়া সুন্দর হওয়া কোন গুন নয়।

শতভাগ ঠিক কথা।