নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

গুনই কর্ম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম যা বই সবই গল্প বা ইহিতাস রিলেটেট । একটা জিনিস মানতাম শিক্ষা আমাকে মুক্তি দিবে, মানুষিক মুক্তি হয়তো পেয়েছি । যত সময় যাচ্ছে সাধারণ হতে চেস্ট্রা করছি এক সময় হুজুর বলতেই খারাপ মনে করতাম এখন অপরাধীদের দেখলেও অপরাধী মনে হয় না । সবই পরিস্থিতির সৃষ্টি! আমি নিজেই প্রায়ই ভাবতাম যার সাথে আমার বিবেধ তার অনিষ্ট করার জন্য ! তবে একটা মানুষমুক্তির একটা শৃঙ্খলা দরকার হয় । শ্রেনী,ধর্ম,বর্ণ সবটিকে থাকবে মনে হচ্ছে এর ভেতর দিয়েই মানুষের মুক্তির পথ খোজঁতে হবে । সব কিছু বিজ্ঞান দিয়ে হয় না যেমন হৃদয়টা বিজ্ঞান নয় এটা যুক্তির বাইরে অনেক কাজ করে ফেলে । আজও শিখছি এতদিন অল্প পড়ে বেশি হংকার করতাম , এরচেয়ে বেশি প্রয়োজন মানুষের সাথে মেশা তাহাকে সাহার্য্য করা , ঘরের ভেতর সারাক্ষন বই নিয়ে পড়ে থাকলে আপনি হয়তো ভালো সার্টিফিকেট পাবেন, কিন্তু মানুষিক মুক্তি হবে কি ? আপনার উচিত মানুষের মুখকেই বই মনে করা , ওটা পড়তে চেস্টা করবেন । মানুষের ফেসের ভাষা বুঝতে পারলেই বুঝবেন আপনি কিছুটা মানুষ হচ্ছেন । এমন অনেক মানুষ দেখি হংক্কারে কারো সাথে কথা বলতে চায় না রুপ,সৌন্দর্য্য নিয়ে ঘরে বসে থাকে এরচেয়ে হৃদয়টাকে পাধান্য দাও । এনজেলিনা বলেছিল:-শরীর সৌন্দর্য্যের মোহ থাকে মাত্র ১৫ মিনিট এক পুরুষের কাছে এরপর গুনদিয়েই মানুষকে চলতে হয় । গুনই কর্ম ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৬

কালনী নদী বলেছেন: সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক তাৎপর্যপূর্ন। এই সাধারন সত্যটাই জীবনকে সহজ ও সুন্দর করতে যথেষ্ট। সেক্সটা হবে কিন্তু আগে বৈধ সম্পর্কটাকে সুন্দর করেও সেক্সকে আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, আর সেটাই হচ্ছে ভালোবাসা। তাইতো ভালোবাসাতে কোন চাহিদা নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.