নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

চৈত্রের প্রেম

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:৫১

চৈত্রের দুপুরবেলা তুমি মালঞ্চ মাঠের দাড়ে এসেছিলে, আমি তখন কড়া রৌদ্দুরে ক্রিকেট খেলছিলাম । ক্রিকেট বলতে তখন যা পারতাম গায়েঁর জোরে বলা করা । কোনদিন এমন হয়েছিল প্রায় গলিতে খেলতে গিয়ে তোমার জানালার কাচঁ ভেঙ্গে দিয়েছি তাতে তুমি কোনদিন তোমার মামনির কাছে নালিশ করোনি , বড় হয়ে তোমার কাছে কত কত বার ধার করে -মিথ্যা বলে টাকা নিয়েছিলাম একবারও টাকা ফেরত চাওনি । তুমি তো তখন গান গাইতে পারতে একবারও তোমাকে বলিনি তুমি সুন্দর গাও!
এতদিন পর এসে, তোমাকে মনে পড়ছে খুব । মনে হচ্ছে যাকে চাইলেই পাইতাম, যে সুন্দর ছিল আমার কাছে তাকে সেচ্ছায় কি বির্জন দিলাম?

আমার ডাইরির জানালায় দুটি লাইন শুধু তোমার জন্য --

"ঘুমন্ত পৃথিবী এখন বলে এসে-ফিরে এসো চাকাঁ, আমার রক্তে ঘ্রাণে উন্মাদের মত ভোর হতে, তোমার মত কেউ নয় ,কেউ আর হয়তো সেচ্ছায় এত এত বির্জন দিবে না ! কোনদিন না আসলেও বলবে না আসোনি কেন, একা একা কষ্ট পেয়ে শুকিয়ে একদিন হারিয়ে যাবে "

কিন্তু কি জানো সেই থেকেই বাড়ি ছাড়া । কোনদিন যাওয়া হয়না আর ওখানে । কোনদিন আর যাবো না-----------, আমার মত মানুষের ঘর,বাড়ি বা কেউ নেই শুধু জলের স্রোতে ভেসে আসা ছোট্ট নদীর ঢেউ যা কখনো কারো চোখের জলে ভাসায় মাত্র ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:২৭

বিজন রয় বলেছেন: চৈত্রের প্রেম এমনই??

২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.